HomeWest Bengalঅনুব্রতর মামলায় বিচারককে হুমকি দেওয়ায় গ্রেফতার আইনজীবী

অনুব্রতর মামলায় বিচারককে হুমকি দেওয়ায় গ্রেফতার আইনজীবী

- Advertisement -

আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকির চিঠির দেওয়ার সন্দেহে  আইনজীবী সুদীপ্ত রায়কে গ্রেফতার। তাঁকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করে। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে৷

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গোরুপাচার মামলার শুনানি চলছিল রাজেশ চক্রবর্তীর এজলাসে৷ সেই সময়েই হুমকি দেওয়া হয়। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে তাঁর পরিবারকে ‘গাঁজা কেসে’ ফাঁসানো হবে, এই মর্মে হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাজেশ চক্রবর্তী। অনুব্রত মণ্ডল বলেন, এই মামলার সিবিআই তদন্তের কথা বলবেন তিনি।

   

চিঠি দেওয়া হয়েছিল বর্ধমানের এগজিকিউটিভ আদালতের আপার-ডিভিশন ক্লার্ক (ইউডিসি) বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম৷ এমনকি তাঁর আধার কার্ডের নকল ব্যবহার করা হয় বলে জানা গেছে। এবিষয়ে হাইকোর্টে অভিযোগ জানান তিনি৷ শুরু থেকেই এবিষয়ে বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ সেখান থেকেই সুদীপ্তর খোঁজ মেলে।

সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের আসানসোল আদালত চত্বরে এসেছিলেন সুদীপ্ত। সেই খবর পেয়েই অভিযানে নামে পুলিশ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সুধীর কুমার৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular