নদিয়ার (Nadia) তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল জেলা পুলিশ। ধৃতের নাম খালেক মণ্ডল। হাঁসখালির রামনগরের বড় চুপড়িয়া গ্রামেই তার বাড়ি। গতকাল, শুক্রবার হাঁসখালি বাজারের মধ্যে চায়ের দোকানে খুব কাছে থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আমোদ আলি বিশ্বাসকে।
এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। নিহত তৃণমূল নেতার বিরুদ্ধেও খুন, বোমাবাজি, অস্ত্র মজুত রাখার একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় বেশ কিছুদিন জেল খেটে সপ্তাহখানেক আগেই তিনি ছাড়া পান। রাজনৈতিক কারণ, ব্যক্তিগত শত্রুতা নাকি, পুরনো অপরাধ-যোগ, খুনের মোটিভ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ।
রক্তাক্ত হয়েছিল শুক্রবার। ওইদিনই কোচবিহারের শীতলকুচিতে সপরিবারে তৃ়ণমূল নেত্রীকে খুনের ঘটনা ঘটে তারপর নদিয়ায় গুলি করে খুন করা হয় এক টিএমসি নেতাকে। গোটা ঘটনাটা হাঁসখালি ছিল সরগরম। ভরা বাজারের মধ্যে তৃ়ণমূল নেতাকে তাড়া করে পরপর গুলি করে দুষ্কৃতিরা। নিশ্চিত করতে এলোপাথাড়ি একাধিক গুলি।