দুর্ঘটনা নাকি পরিকল্পিত ধাক্কা? ট্রাকের ধাক্কায় দুমড়ে যাওয়া সিবিআই অফিসারদের গাড়ি ঘিরে এমনই প্রশ্ন উঠছে। দুর্ঘটনাস্থল কোচবিহারের (Coochbehar) মাথাভাঙা।
মাথাভাঙায় একটি তদন্তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সিবিআই আধিকারিকদের গাড়ি দুমড়ে গেল। দুঘর্টনায় গুরুতর জখম দুই সিবিআই আধিকারিক। তাঁদের গাড়ির চালক জখম। মঙ্গলবার কোচবিহারের সাতমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জখম দুই সিবিআই আধিকারিক আফসার আলম ও বিবেক ত্রিপাঠিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সিবিআই গাড়ির চালকের চিকিৎসা চলছে এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে।
কোচবিহার থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল সিবিআই দল। সাতমাইল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সরাসরি ধাক্কা মারে সিবিআইয়ের গাড়িতে। ট্রাক চালক ও খালাসি পলাতক। তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশ।