বাংলা পক্ষের উদ্যোগে জাল কাস্ট সার্টিফিকেট চক্রের ২ বহিরাগত পাণ্ডা গ্রেফতার

Bangla Pokkho

নিজস্ব সংবাদদাতা: অবশেষে গ্রেফতার হল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট চক্রের অন্যতম দুই বহিরাগত পাণ্ডা৷ বাংলা পক্ষের উদ্যোগে তারা পুলিশের জালে ধরা পড়ে৷ গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বিক্কি চৌধারী ও রাজু চৌধারী৷ ডায়ামন্ড হারবার থানার পুলিশ তাদের গ্রেফতার করে৷

সূত্রের খবর, বিএসএফ সহ আধাসেনার চাকরিতে জাল ডোমিসাইল দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি দখল করছিল একদল বহিরাগত৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার ঠিকানা দিয়ে জাল ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বাংলার রাজ্য কোটায় আধাসেনার চাকরি দখল করেছিল ভিন রাজ্যের বাসিন্দা আদিত্য প্রতাপ সিং এবং অমিত সিং৷

   

বাংলা পক্ষের মহেশতলা বিধানসভার সম্পাদক সুশাস্ত চক্রবর্তী মহেশতলা থানায় অভিযোগ জানায়৷ এরপর গভীর রাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া থেকে জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট চক্রের অন্যতম দুই বহিরাগত পাণ্ডা বিক্কি চৌধারী ও রাজু চৌধারীকে গ্রেফতার করে ডায়ামন্ড হারবার পুলিশ৷

বৃহস্পতিবার আলিপুর আদালত দুই অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷ অন্যদিকে, এই চক্রের আরও এক ব্যক্তি কাঁকিনাড়ার এক সেনা জওয়ান রাহুল শ-র বিরুদ্ধে ১৭ মাহার রেজিমেন্টে তথ্য প্রমাণ সহ অভিযোগ জানানোর পর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

আধাসেনায় বাংলার রাজ্য কোটার হাজার হাজার চাকরি দখল হয়ে যাচ্ছে। জাল সার্টিফিকেট বানিয়ে দালাল মারফত ভিন রাজ্যের লোকজন বাংলার চাকরি দখল করছে। গত এক বছরে বাংলা পক্ষ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করছে৷ CRPF ভবনে বিক্ষোভ কর্মসূচীও করেছিল বাংলা পক্ষ৷

গত কয়েকমাসে ব্যারাকপুর, শ্রীরামপুর, চন্দননগর সহ বিভিন্ন SDO অফিসে, পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ কর্মসূচী করেছে বাংলা পক্ষ। বিভিন্ন বিএসএফ, সি আই এস এফ ক্যাম্পের বাইরে ঘেরাও কর্মসূচী করেছে বাংলা পক্ষ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেছিল। এই চক্রের সঙ্গে যুক্ত প্রতিটা দালালকে গ্রেফতারের দাবি জানায় বাংলা পক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন