HomeWest BengalDengue : উৎসবের আনন্দে রাজ্যে ডেঙ্গুর কালো ছায়া

Dengue : উৎসবের আনন্দে রাজ্যে ডেঙ্গুর কালো ছায়া

- Advertisement -

পুজোর মুখে দুই রোগের জোড়া ফলায় কার্যত নাজেহাল রাজ্যবাসী। ডেঙ্গু (dengue ) মোকাবিলায় দফায় দফায় বৈঠক চলেছে। বুধবারই রাজ্যের স্বাস্থ্য সচিব এবং ডিএইচএস জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে ডেঙ্গু মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে হবে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়।

কলকাতা পুরসভার ২৫টি ওয়ার্ডকে ডেঙ্গুপ্রবণ হিসেবে চিহ্নিত করেছেন পুরসভার কর্তারা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ থেকে দার্জিলিঙ- সব জায়গার ডেঙ্গু পরিস্থিতি ভয় ধরাচ্ছে। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে ডেঙ্গুর বলি হয়েছেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আতাপুরের এক বাসিন্দা।

   

শুক্রবার উত্তর কলকাতায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর ঘটনা সামনে এল। বাগবাজারের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে নার্সিংহোমে। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গু ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ রয়েছে। এর আগে হাওড়া-হুগলিতেও ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই আবহে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের পুরকর্মীদের ছুটি বাতিল করল পুর দফতর। এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular