Sandeshkhali: সন্দেশখালির রহস্যময় বাড়িতে কী? ঘটনাস্থলে NSG-র বম্ব স্কোয়াড

bomb-squad

মেঝে খুঁড়তেই মিলেছিল বোমা-বন্দুক। ভেড়ি ঘেরা সন্দেশখালির (Sandeshkhali) সেই রহস্যময় বাড়িতে এবার পৌঁছল NSG-র বম্ব স্কোয়াড। ভেড়ির আশপাশের এলাকারও দখল নেয় তারা। সূত্রের খবর, বাড়িতে রয়েছে বিস্ফোরক বোঝাই বাক্স। এদিন শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র ও বোমা মজুতের খবর পায় সিবিআই। তারপরই সেখানে অভিযানে নামে সিবিআই। 

Advertisements

সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরের ওই বাড়িটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বাড়ির মালিকের নাম আবু তালেব মোল্লা। সে স্থানীয় তৃণমূল নেতার আত্মীয় বলে খবর। তল্লাশিতে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। বাড়ি থেকে মেলে বেশকিছু নথিপত্র। এরপর NSG-র বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। দ্রুত সেখানে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। 

ওই বাড়িটিকে ১০০ মিটার দূরে রয়েছে NSG-র কমান্ডোরা। রিমোট চালিত রোবট পাঠানো হচ্ছে সেই বাড়িটিতে। সেই বাড়িতে থাকা একটি ঘরের ভিতরেই বিস্ফোরক রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এর আগেও বেশ কয়েকবার সন্দেশখালিতে এসেছিল তারা। আর আজ সিবিআই অভিযানে নামতেই মিলল বিপুল অস্ত্রশস্ত্র। 

Advertisements

চলতি বছর ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযানে যায় ইডি। সেদিন ইডি ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। জখম হন বেশ কয়েকজন আধিকারিক। এর পর থেকেই বেপাত্তা ছিল শাহজাহান। ফেব্রুয়ারির শুরুতে সন্দেশখালির বাসিন্দাদের একাংশ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। এর পর ফেব্রুয়ারির শেষে গ্রেফতার হয় শাহজাহান।