উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) আবক্ষ মূর্তিকে ঘিরে সম্প্রতি একটি অস্বাভাবিক ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, মূর্তিটির চোখে একটি সাদা কাপড় বেঁধে রাখা হয়েছে। সকালবেলা এই দৃশ্য লক্ষ্য করেই এলাকা জুড়ে শোরগোল শুরু হয়েছে।
ঘটনার প্রথম দিকেই ঘটনাটি লক্ষ্য করেন স্থানীয় এক শিক্ষক।তিনি জানান, “সকালে বাজারে যাচ্ছিলাম, দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে কাপড় বাঁধা। প্রথমে অবাক হয়েছি। মনে হচ্ছে, আমরা কি ধরনের সমাজে বাস করছি! পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।” একইভাবে, প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া ব্যবসায়ী সুদীপ বিশ্বাসও ঘটনার সঙ্গে পরিচিত। তিনি বলেন, “ছোট বেলা থেকে আমি এই মূর্তিটি দেখেছি। আজ এমন দৃশ্য দেখে মনে হলো যেন আমাদের সংস্কৃতি ও শিক্ষার প্রতীককে অসম্মান করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়।”
উত্তর দিনাজপুরের ইসলামপুর নিউটাউন রোডে অবস্থিত এই মূর্তি বহু বছর ধরে এলাকার মানুষদের মাঝে সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সবার শ্রদ্ধা থাকলেও, এমন আচরণে স্থানীয়রা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কে বা কারা এই কাজ করেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা মনে করছেন, এটি কোনো সুস্থ মানসিকতার কাজ হতে পারে না।
ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান, “ঘটনাটি পুলিশের নজরে এসেছে। আমরা আশা করছি দ্রুতই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাসও বলেন, “আমার মনে হয়, সুস্থ মানসিকতার মানুষ এই ধরনের কাজ করতে পারেন না। এটি স্পষ্টভাবে শিক্ষার অভাব ও অসাংস্কৃতিক মনোভাবের পরিচয় দেয়। যারা এটি করেছে, তারা নিজেদের শিক্ষার পরিচয় দিয়েছে।”


