BJP: বিবেকানন্দর নামে ‘বেআইনি’ বাইক ব়্যালি, বিজেপির লক্ষাধিক টাকা জরিমানা

ফের জরিমানা বিতর্কে রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার।  তার নেতৃত্বে যুব দিবসে র‍্যালি বিনা অনুমতিতে হয়েছিল। এই বেআইনি কাজের কারণে বিজেপিকে ১ লক্ষ ১৮ হাজার…

Sukanta Mazumder, BJP President of West Bengal

ফের জরিমানা বিতর্কে রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার।  তার নেতৃত্বে যুব দিবসে র‍্যালি বিনা অনুমতিতে হয়েছিল। এই বেআইনি কাজের কারণে বিজেপিকে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা দিতে হবে।

জানা যাচ্ছে এই র‍্যালির পুলিশি অনুমতি মেলেনি। পুলিশের অনুমতির তোয়াক্কা না করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাইক র‍্যালি করেন সুকান্ত মজুমদার। এবার বেআইনি বাইক ব়্যালির কারণে বিজেপিকে জরিমানা দিতে হবে।

র‍্যালিতে অংশগ্রহণকারী ১৩০টি বাইকের জরিমানা ও দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় ট্রাফিক পুলিশ।  ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা জানিয়েছেন, ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। আর দক্ষিণ দিনাজপুর বিজেপি যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী জানান, শুক্রবার বাইক র‍্যালি আটকাতে জেলাজুড়ে নাকা চেকিং করা হয়েথিল। বিজেপি কার্যকর্তাদের লক্ষাধিক টাকার জরিমানা করা হয়েছে। তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলেন, ‘পুলিশ আইন মোতাবেক কাজ করেছে।’

Advertisements

গতবছর মুর্শিদাবাদের সাগরদিঘিতে সুকান্ত মজুমদারের গাড়িতে একটি ছাগল চাপা পড়েছিল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যস্থতায় স্থানীয়দের সামনে চার হাজার টাকা দেন সুকান্ত মজুমদার।