স্কুলে ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা, অগ্নিসংযোগ-গাড়ি ভাঙচুর

বালুরঘাট: স্কুলে ছাত্র মৃত্যুর (Student Death) ঘটনায় ব্যাপক উত্তেজনা। উত্তেজিত জনতার দ্বারা গাড়ি ভাঙচুর আগুন এমনকি প্রধানশিক্ষকও আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে অবশেষে ঘটনাস্থলে পুলিশ।…

স্কুলে ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা, অগ্নিসংযোগ-গাড়ি ভাঙচুর

বালুরঘাট: স্কুলে ছাত্র মৃত্যুর (Student Death) ঘটনায় ব্যাপক উত্তেজনা। উত্তেজিত জনতার দ্বারা গাড়ি ভাঙচুর আগুন এমনকি প্রধানশিক্ষকও আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে অবশেষে ঘটনাস্থলে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি এলাকার কচড়া হাইস্কুলের ঘটনা।

স্কুল চলাকালীন ষষ্ঠ শ্রেণীর ছাত্র অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ অন্যান্য ছাত্ররা ধরাধরি করে স্কুলের অফিস ঘরে নিয়ে গেলে স্কুল কর্তৃপক্ষর তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। অনেক পড়ে খবর পেয়ে অভিভাবকরা স্কুলে পৌঁছে ছাত্রটিকে হাসপাতালে নিয়ে গেলে পথেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতের পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ ফেটে পড়েন। স্কুলে শিক্ষকদের প্রথমে তালা আটকে রাখা হয়। পরবর্তীতে প্রধানশিক্ষককে মারধর ও অন্যান্য শিক্ষকদের বাইকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌছায় বিশাল পুলিস বাহিনী।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণীর মৃত ঐ ছাত্রের নাম অভিজিৎ সরকার। বুধবার সে অন্যান্য সহপাঠীদের সাথে থালা হাতে মিডডে মিলের লাইনে দাঁড়িয়েছিল। সেই সময় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পড়ুয়ারা তাঁকে তুলে সোজা অফিস ঘরে নিয়ে যায়। অভিযোগ স্কুলের তরফে তৎক্ষণাৎ কেউ তাঁকে হাসপাতালে পৌঁছানার ব্যবস্থা করে নাই। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরা। তাঁরাই অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয়েছে।

Advertisements

আদালতের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস, চলল বুলডোজার

যদিও অসুস্থ ছাত্রের চিকিৎসার ব্যাপারে গাফিলতির অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক রানা বসাক। স্কুলের আরেক শিক্ষক অরূপ কুমার বসাক জানিয়েছেন মিড ডে মিলে লাইনে অসুস্থ হয়ে পড়া ছাত্রকে ধরে তার সহপাঠীরা অফিস রুমে নিয়ে আসে। ছাত্রটির চিকিৎসার ব্যাপারে সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ।