Home West Bengal North Bengal লক্ষ্মীবারে বঙ্গের আবহাওয়ার হালচাল

লক্ষ্মীবারে বঙ্গের আবহাওয়ার হালচাল

west-bengal-weather-update
Early Signs of Winter: Mumbai Engulfed in Morning Fog

কলকাতা: শীতের মাঝামাঝি এসে পশ্চিমবঙ্গে আজকের দিনটা (weather) পুরোপুরি শীতের আঁচড়ে ভরা। আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর বঙ্গের পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা, আর দক্ষিণ বঙ্গে সকালের কুয়াশা ও মিস্টি পরিবেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরম কাপড় ছাড়া বাইরে বেরোনো কঠিন হয়ে উঠবে।

Advertisements

ওড়িশার মাটির নিচে খোঁজ মিলল হরপ্পার চেয়েও প্রাচীন সভ্যতার

   

উত্তর বঙ্গের আবহাওয়া

উত্তর বঙ্গে (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার) আজ সকালে ঘন থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং-এর পাহাড়ে তাপমাত্রা ৫-৮ ডিগ্রির আশপাশে ঘুরবে, যা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে, সূর্যের আলো পড়বে কিন্তু গরম কম অনুভূত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কোচবিহার, আলিপুরদুয়ারে কুয়াশা সকাল ১০টা পর্যন্ত থাকতে পারে, দৃশ্যমানতা ২০০-৫০০ মিটারে নেমে আসবে। IMD-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে, কিন্তু বৃষ্টি বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় হালকা হাওয়া বইবে, যা শীতকে আরও তীব্র করে তুলবে।

দক্ষিণ বঙ্গের আবহাওয়া

দক্ষিণ বঙ্গে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর) আজ সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতায় সকালের তাপমাত্রা ১০-১২ ডিগ্রির আশপাশে ঘুরবে, যা শহরের জন্য বেশ ঠান্ডা। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার, সূর্য উঠলে তাপমাত্রা ২২-২৫ ডিগ্রিতে উঠবে। সন্ধ্যার পর আবার ঠান্ডা বাড়বে।

পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রিতে নেমে যেতে পারে। IMD বলছে, উত্তর-পশ্চিমী হাওয়া চলছে, যা শীতকে ধরে রাখছে। কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, আকাশ শুষ্ক থাকবে। কুয়াশার কারণে সকালের যানবাহন চলাচলে সমস্যা হতে পারে, বিশেষ করে হাইওয়ে ও শহরের রাস্তায়।

সাধারণ পরামর্শ

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, শীতের এই সময়ে সকাল-সন্ধ্যায় গরম কাপড় পরুন, বিশেষ করে বয়স্ক ও শিশুদের। কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, হেডলাইট ব্যবহার করুন। শ্বাসকষ্টের রোগীদের সকালের কুয়াশা এড়ানো ভালো। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে, কিন্তু শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তর বঙ্গের পাহাড়ে ঠান্ডা আরও তীব্র হবে।

Advertisements