সপ্তাহের শেষদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

আজ, ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার। সকাল থেকেই বাংলার (weather)আকাশে একটা হালকা কুয়াশার চাদর পড়ে আছে, যেন শীতটা এখনও পুরোপুরি বিদায় নিতে চাইছে না। আবহাওয়া দফতরের…

west-bengal-cold-weather-update-january-5-2026

আজ, ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার। সকাল থেকেই বাংলার (weather)আকাশে একটা হালকা কুয়াশার চাদর পড়ে আছে, যেন শীতটা এখনও পুরোপুরি বিদায় নিতে চাইছে না। আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সকালের দিকে কোথাও কোথাও ঘন থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে।

Advertisements

দক্ষিণবঙ্গে, যার মধ্যে কলকাতা, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ সারাদিন আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও বৃষ্টির আশঙ্কা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরপাক খাবে, যা গত কয়েকদিনের তুলনায় ১-২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

   

অর্থাৎ দিনের বেলা রোদ উঠলে বেশ আরামদায়ক লাগবে, কিন্তু ভোরবেলা আর সন্ধ্যার পর কনকনে ঠান্ডা অনুভূত হবে। কলকাতা-সহ হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের বিভিন্ন জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, দৃশ্যমানতা কমে যেতে পারে ২-৩ কিলোমিটার পর্যন্ত।

তাই যারা সকালে গাড়ি চালান বা বাইরে বেরোন, তাঁদের একটু সতর্ক থাকতে হবে।উত্তরবঙ্গের অবস্থা একটু অন্যরকম। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে। কিছু জায়গায় ঘন কুয়াশার কারণে সকাল ১০-১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলতে পারে না।

তাপমাত্রার দিক থেকে সর্বনিম্ন ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর পাহাড়ি এলাকায় তো আরও কম। দিনের বেলা সর্বোচ্চ ২২-২৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আজ বৃষ্টি বা তুষারপাতের কোনও পূর্বাভাস নেই, পুরোপুরি শুষ্ক দিন কাটবে। তবে হিমালয়ের কাছাকাছি জেলাগুলোতে শীতের আমেজটা এখনও বেশ জাঁকিয়ে রয়েছে।

আবহাওয়া অফিসের এক্সটেন্ডেড ফোরকাস্ট বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে আরও ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই শীতের তীব্রতা কমতে শুরু করেছে। উত্তরবঙ্গে অবশ্য শীতের দাপট আরও কিছুদিন থাকবে, কুয়াশাও কমবে না সহজে। সামগ্রিকভাবে বলা যায়, জানুয়ারির মাঝামাঝি এসে শীতটা এবার একটু নরম হয়ে পড়ছে। কোনও ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখন বঙ্গে নেই, তাই আকাশ পরিষ্কার আর শান্ত থাকবে।

Advertisements