প্রদেশ সভাপতির নেতৃত্বে জলপাইগুড়িতে কংগ্রেসের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

জলপাইগুড়ির দিনবাজারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দাম নিয়ে ক্ষোভ উগরে দিলেন ক্রেতারা, এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পথে নেমেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর…

Shubhankar Sarkar

short-samachar

জলপাইগুড়ির দিনবাজারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দাম নিয়ে ক্ষোভ উগরে দিলেন ক্রেতারা, এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পথে নেমেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শনিবার সকাল থেকে জেলা কংগ্রেসের নেতৃত্বে দিনবাজার ও বোয়ালখালাবাজারে প্রতিবাদ সমাবেশের (West Bengal Congress Protests) আয়োজন করা হয়।

   

জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন বাজারে মূল্যের বেড়াজালে ক্রেতাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে। ফুলকপি প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন মাছ-মাংস, ডিম, সরিষার তেল ইত্যাদির দামও ক্রমাগত বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের ঘরে ঝাঁজ যোগাচ্ছে।

এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। শুভঙ্কর সরকার আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সঙ্গে মিলে দিনবাজারে উপস্থিত হয়ে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দ্রব্যমূল্যের বিষয়ে খোঁজ খবর নেন। তাঁর সঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরাও এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। ক্রেতাদের অভিমত, বাজারে গেলেই চোখে জল আসে।

এদিন শুভঙ্কর সরকার বলেন, “এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েই দায়ী। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আর তার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।” তিনি আরও বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টানতে প্রশাসনের দায়িত্ববোধ দরকার, কিন্তু তাদের চোখে মুখে এখন শুধুই ক্ষমতার লোভ।”

জলপাইগুড়ির বাজারগুলিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের আধিকারিকেরা মাঝেমধ্যে বাজারে তদারকি করতে এলেও, সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে কোনও বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বাজারে এসে সবজির ঝুড়ি হাতে ক্রেতারা জানান, “এই দাম বাড়তে থাকলে সংসার চালানো মুশকিল হয়ে উঠবে।”

কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, দাম নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা একেবারেই অসন্তোষজনক। কংগ্রেস নেতা কুমার মুখার্জী বলেন, “আধিকারিকেরা মাঝে মাঝে বাজারে এলেও তেমন কোনও স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না।”

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং স্থানীয় কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, দ্রব্যমূল্যের লাগাম টানতে প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।