‘উন্নয়ন না হলে আলাদা রাজ্য চাই’, বিধানসভায় বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

বিধানসভায় এবার রাজ্য ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বললেন, উত্তরবঙ্গ যদি উন্নয়ন করতে না পারে, তাহলে সেই…

West Bengal Assembly: BJP's Dabgram-Fulbari MLA Shikha Chatterjee Raises Demand for State Division"

বিধানসভায় এবার রাজ্য ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বললেন, উত্তরবঙ্গ যদি উন্নয়ন করতে না পারে, তাহলে সেই অংশ আলাদা করে দেওয়া হোক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের উন্নয়ন করতে না পারে, তাহলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরি করে দেওয়া হোক। আলাদা রাজ্য হয়ে কেন্দ্রীয় শাসনের আওতায় চলুক, যাতে উন্নয়ন সম্ভব হয়।”

শিখা চট্টোপাধ্যায় আরও বলেন, “মানুষই বলছে, আমাদের নদী ভেঙে যাচ্ছে, কিন্তু তার কোনও সমাধান নেই। কর্মসংস্থান নেই, উন্নয়নের জন্য কোনও উদ্যোগ নেই। মানুষ আমার কাছে এসে বলছে, আপনারা কী করছেন? আপনাদের তো বিধানসভায় পাঠিয়েছি। অন্তত একবার চিন্তা করুন, উত্তরবঙ্গের উন্নয়ন না হলে এটি আলাদা করে দিন, কেন্দ্রীয় শাসনের আওতায় দিন, যাতে উন্নয়ন হতে পারে।”

   

এছাড়া তিনি দাবি করেন, “আমি মানুষের প্রতিনিধি হিসেবে তাঁদের কথাগুলো বিধানসভায় তুলে ধরছি, কারণ জনগণ যা বলছে, সেটাই আমার কর্তব্য। উত্তরবঙ্গের মানুষ তাদের দাবি তুলছেন, আমি সেই দাবি উত্থাপন করেছি।”

বিধানসভায় এই দাবি তুলতে গিয়ে শিখা চট্টোপাধ্যায় উত্তরবঙ্গের উন্নয়ন না হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “এখানে কোনো উন্নয়ন হচ্ছে না, এমনকি নদী ভাঙন প্রতিরোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

এদিকে, এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জবাব দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রকল্পগুলি মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছে, যে সেখান থেকে বিজেপির জয়লাভের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ ভাগের দাবি একেবারে অমূলক। গত লোকসভা নির্বাচনে আমরা উত্তরবঙ্গের সব আসনেই জয়ী হয়েছি। ভবিষ্যতেও সেখানে বিজেপি কোনো আসন পাবেনা।”

বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গকে আলাদা করার দাবি নতুন নয়। এর আগেও বহুবার দলের নেতারা এই দাবি তুলেছিলেন, বিশেষ করে বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে এই দাবি আরও জোরালো হয়ে উঠেছে। এবার বিধানসভাতেই শিখা চট্টোপাধ্যায়ের মাধ্যমে এই দাবি আবার উঠে এল, যা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

রাজ্যের শাসকদল মনে করছে, বিজেপির এই দাবি শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজ্যে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা, তবে শিখা চট্টোপাধ্যায়ের মন্তব্য আগামী দিনে আরও উত্তেজনা তৈরি করতে পারে।