Weather Update: টানা দু’দিনের বর্ষণে বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গ

Weather Update: গত বেশ কয়েকদিন ঘরেই গোটা রাজ্য জুড়ে চলছে বৃষ্টির দাপট। যার কারণ হল, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। সকাল থেকে বিকেল গড়িয়ে রাত, বৃষ্টির জেরে…

weather update north bengal

Weather Update: গত বেশ কয়েকদিন ঘরেই গোটা রাজ্য জুড়ে চলছে বৃষ্টির দাপট। যার কারণ হল, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। সকাল থেকে বিকেল গড়িয়ে রাত, বৃষ্টির জেরে স্যাঁতস্যাতে চারিদিক। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে সোমবার থেকে কলকাতার আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে বিশাল আকার ধারণ করেছে বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ ঝড় বৃষ্টির জেরে ভাসছে বাংলা। দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রেহাই পাবেনা উত্তরবঙ্গ। আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর তা নিম্নচাপে পরিণত হবে। যার জেরেই আপাতত বেশ কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে।

আজ বীরভূম ও মুর্শিদাবাদে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল থেকেই উত্তরবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। সকাল থেকেই চারিদিক ঘন মেঘে অন্ধকারাচ্ছন্ন। চারিদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঘন ঘটা। এই সময়ে বেশ কিছুদিন পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাগাতার আরও ২-৩ দিন উত্তরে ভারী বৃষ্টি হবে। এরসঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এই জেলা গুলিতে।

আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কালও জারি থাকবে হলুদ সতর্কতা। এই মুহূর্তে পাহাড় ভ্রমণে না যাওয়া বুদ্ধিমত্তা বলেই বিবেচিত হবে। এই প্রবল বৃষ্টিপাতের জেরে তাপমাত্রাও কিছুটা কম থাকবে।