জমে গেল ‘খেলা’, রায়গঞ্জ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিল কংগ্রেস

উপনির্বাচনের প্রার্থী তালিকা (WB By Election 2024) প্রকাশ করল কংগ্রেস। প্রত্যাশা মতোই রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকিট দিয়েছে দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তকে। ২০১১…

উপনির্বাচনের প্রার্থী তালিকা (WB By Election 2024) প্রকাশ করল কংগ্রেস। প্রত্যাশা মতোই রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকিট দিয়েছে দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তকে। ২০১১ এবং ২০১৬ সালে রায়গঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন মোহিত সেনগুপ্ত। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে নেমে যান তিনি। এবার অবশ্য এই কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী মোহিতবাবু।

প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির খাসতালুক রায়গঞ্জ একটা সময় কংগ্রেসে ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০১১ সালে মোহিত সেনগুপ্ত তৃণমূল এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও তৃণমূলকে পিছনে ঠেলে রায়গঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন মোহিত সেনগুপ্ত।

   

তবে ২০২১ সালে এই কেন্দ্রে মূল লড়াই হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল-বিজেপি টক্করে এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে আসেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত। এবার অবশ্য রায়গঞ্জ পুনরুদ্ধারে সেই মোহিতের ওপর ভরসা রেখেছে কংগ্রেস।

উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে তুমুল ক্ষোভ বিজেপিতে! উঠছে প্রার্থী বদলের দাবি

এবারের লোকসভা নির্বাচনে অবশ্য রায়গঞ্জ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৯৩৪০২। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৪৬৬৬৩ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ১৪৪৭৭ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৪৬ হাজারেরও বেশি।

সোমবার রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থিতালিকা প্রকাশ করে বিজেপি। কলকাতার মানিকতলায় কেন্দ্রে লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ২০২১ সালে মানিকতলায় প্রার্থী হয়েছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস।

রানাঘাট দক্ষিণ আসনে মনোজকুমার বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি। আর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। গত শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে।

নিট ‘দুর্নীতি’ ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল মোদী সরকার

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বাগদার বিশ্বজিৎ দাসকে।

পরে তিনজনই তৃণমূলে যোগ দেন। এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ, মুকুটমণি এবং বিশ্বজিৎকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তারা। সেই কারণে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্র বিধায়কশূন্য হয়ে যায়।

কথা রেখেছেন প্রভু! মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা

সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি সেই জটিলতা কেটে যায়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরপরই এই চার কেন্দ্রে উপনির্বাচনে ঘোষণা করে কমিশন। আগামী ১০ জুলাই এই চার কেন্দ্রে উপনির্বাচন। আর ফল ঘোষণা হবে ১৩ জুলাই।