স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। একটি নালার ধারে কাদার মধ্যে পড়ে থাকতে দেখা গেল একগুচ্ছ ভোটার কার্ড (Voter Card Scandal)। এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনজীবন, একইসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনগর থেকে দেওধারীর দিকে যাওয়ার পথে একটি ছোট সেতুর নিচে থাকা নালার ধারে স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাস প্রথম এই ভোটার কার্ডগুলি দেখতে পান। তিনি জানান, কাদাযুক্ত নালার ধারে পড়ে থাকা কার্ডগুলি দেখে প্রথমে তিনি স্তম্ভিত হয়ে যান। এরপর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে।
স্থানীয়দের সহযোগিতায় মোট ৩৫টি ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। এই কার্ডগুলির মধ্যে বেশিরভাগ মাদারিহাট, বীরপাড়া, ফালাকাটা এবং ধূপগুড়ি এলাকার বাসিন্দাদের নামে বলে জানা গিয়েছে। পরে এলাকার এক বাসিন্দা অমৃত শর্মা ও অপর এক ব্যক্তি মিলে সমস্ত ভোটার কার্ড মাদারিহাট থানায় জমা দেন। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মাদারিহাট নেতা ও আলিপুরদুয়ার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা জানিয়েছেন, “আমরাও ঘটনাটি শুনেছি। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।” অন্যদিকে, বিজেপির মাদারিহাট নেতা মিঠু দাস বলেন, “এখনও অনেক কিছু সামনে আসা বাকি। কে বা কারা এই কাজ করেছে, তা জানার জন্য তদন্ত প্রয়োজন।”
এই ঘটনায় SIR অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিহারে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে ৫৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে প্রায় ২০ লক্ষ মৃত, ২৮ লক্ষ অন্য রাজ্যে স্থানান্তরিত—এমন তথ্যও দিয়েছে কমিশন। বিরোধীরা আশঙ্কা করছেন, বাংলায়ও যদি একই পদ্ধতিতে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়, তাহলে তা গণতান্ত্রিক ব্যবস্থার উপর বড়সড় আঘাত হবে।
তৃণমূলের এক জেলা নেতা বলেন, “এটা খুবই বিপজ্জনক সংকেত। একজন ভোটার যদি তাঁর নাম বাদ পড়া বা কার্ড নষ্ট হওয়ার কারণে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাহলে তা সাংবিধানিক অধিকার হরণ।” যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে SIR-এর কোনও যোগ থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সব মিলিয়ে, আলিপুরদুয়ারের মাদারিহাটে ভোটার কার্ড উদ্ধার নিয়ে একদিকে যেমন তদন্ত শুরু হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নয়া বিতর্ক। ভোটের মরশুমের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের ভূমিকা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষের একাংশ।