মমতার ছবি ছিঁড়ে চাঞ্চল্য, তৃণমূলের অভিযোগ বিজেপি-সিপিএমের বিরুদ্ধে

কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ব্লকের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’…

কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ব্লকের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে। অভিযোগ, রাতের অন্ধকারে রাজনৈতিক দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর ছবি ব্লেড দিয়ে কেটে দেয়। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপি ও সিপিএমকে দায়ী করেছে।

রাজ্যের অন্যান্য জেলার মতো কোচবিহারেও সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শিবির বসছে, যেখানে সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা ও অভিযোগ নিয়ে সরাসরি প্রশাসনের কাছে আবেদন করতে পারেন। কিন্তু বৃহস্পতিবার রাতে মাথাভাঙা ব্লকের একটি শিবিরে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়ায় শিবির ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

   

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কুরুচিকর পথে নেমেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “গতকাল রাতে কিছু রাজনৈতিক দুষ্কৃতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্লেড দিয়ে কেটেছে। এটা স্পষ্টভাবে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। বিজেপি ও সিপিএম এই নোংরা রাজনীতিতে যুক্ত।”

তৃণমূল নেতা আরও বলেন, “এই ধরনের কুরুচিকর হামলা করে কিছুই হবে না। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই তাঁদের আশীর্বাদে আগামী দিনেও মুখ্যমন্ত্রী বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করবেন।”

ঘটনাটি নিয়ে প্রশাসনের কাছেও দুষ্কৃতীদের শনাক্ত করার আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের সাহায্যে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে।

অন্যদিকে, বিজেপি ও সিপিএমের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, তৃণমূল নিজেরা নাটক সাজিয়ে বিরোধীদের দোষারোপ করছে। বিজেপি নেতার ভাষায়, “তৃণমূল নিজের গা বাঁচাতে ও সহানুভূতি পেতে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। আমাদের দল কোনও ভাঙচুরের রাজনীতি সমর্থন করে না।”

Advertisements

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘাত ক্রমশ চরমে উঠছে। সরকারি প্রকল্পগুলিকে কেন্দ্র করে বিরোধী দল ও শাসক দলের মধ্যে এই ধরনের সংঘাত নজিরবিহীন নয়, তবে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পটি মূলত নবান্নের উদ্যোগে চালু হয়েছে। এর লক্ষ্য হল প্রতিটি ব্লক ও ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সমস্যা শোনা ও তাৎক্ষণিক সমাধান করা। গ্রামীণ থেকে শহুরে এলাকায় এই শিবিরগুলিতে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শাসক দলের জনসংযোগ বাড়াতে বড় ভূমিকা রাখছে। ফলে বিরোধীরা এর জনপ্রিয়তায় উদ্বিগ্ন।

তবে এই ঘটনার পর প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শিবির স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি ব্যবস্থাও কড়া করা হচ্ছে।

মাথাভাঙার এই ঘটনায় রাজনৈতিক তরজা যে থামবে না, তা স্পষ্ট। তৃণমূলের হুঁশিয়ারি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। অন্যদিকে বিরোধীরা পাল্টা দাবি করছে, তৃণমূল নিজেই রাজনৈতিক নাটক করছে। সব মিলিয়ে, কোচবিহারের এই ছবি ছিঁড়ে দেওয়ার ঘটনা রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News