১২ চাকার লরি সহ আটক ২ যুবক

নিজস্ব সংবাদদাতা,  কোচবিহার: চুরি যাওয়া ১২ চাকার একটি লরি (12-wheeler lorry) সহ ২ যুবককে আটক করল কোচবিহার জেলা পুলিশ৷ সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার মান ভট্টাচার্য।

রবিবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে তিনি সাংবাদিক বৈঠক করেন৷ সেখানে তিনি জানান, শুক্রবার রাতে কোচবিহার শহর সংলগ্ন টাপুরহাট এলাকা থেকে একটি ১২ চাকার লরি চুরি যায়। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল তবে সকালবেলা দেখা যায় সেই গাড়িটি নেই।

   

সেটার তদন্তে নেমে কোচবিহার জেলা পুলিশ জিপিএস ট্র্যাক করে এবং রাস্তায় কিছু সিসিটিভি ফুটেজ তারা পায়। এমন করতে করতে তারা দেখতে পায় গাড়িটি আসাম বাংলা বর্ডারে আগমনী থানা এলাকায় রয়েছে৷

সেখানে গিয়ে তদন্ত শুরু করে তারা গাড়িটিকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে যাদের মধ্যে একজনের নাম আল ফারুক যার বয়স ২৭ বছর এবং অপর জনের নাম শাহজামাল শেখ যার বয়স ২৬ বছর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন