Malda: দুর্ঘটনার কবলে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি

সদ্য পিএসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে ঘটে গেল বড়সড় বিপত্তি। শনিবার সকালের বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ শনিবার সাতসকালে মালদায় (Malda) তাঁর গাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক৷

এই দুর্ঘটনায় টনায় আহত হন ২ জন। তবে বিধায়ক নিজে ছিলেন না বলেই জানা গেছে।

   

উল্লেখ্য, পদাতিক এক্সপ্রেসে করে এদিন কলকাতা থেকে ফেরার কথা ছিল রায়গঞ্জের বিধায়কের৷ কিন্তু রায়গঞ্জে ট্রেন না দাঁড়ানোর কারণে মালদহ নামতে হয় তাঁকে। শনিবার তাঁকে আনতেই যাচ্ছিল গাড়িটি। সেই সময়েই মালদহের গাজোলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। একেবারে পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে যায় গাড়ির কিছু অংশ৷

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ৷ লড়িটিকে আটক করা হয়েছে। আহতদের খবর নিতে হাসপাতালে যাচ্ছেন বিধায়ক৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ মুকুল রায়ের মতোই তাঁকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, কৃষ্ণ কল্যাণী এখনও বিজেপি বিধায়ক পদেই রয়েছেন৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন