“বঙ্গে জঙ্গলের রাজত্ব চালাচ্ছে তৃণমূল!” আক্রমণ সম্বিত পাত্রর

কলকাতা: উত্তরবঙ্গে বন্যা (North Bengal Flood) এবং সেই পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংসদ শংকর ঘোষ এবং বিধায়ক খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় মমতার বিরুদ্ধে একের পর…

কলকাতা: উত্তরবঙ্গে বন্যা (North Bengal Flood) এবং সেই পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংসদ শংকর ঘোষ এবং বিধায়ক খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় মমতার বিরুদ্ধে একের পর এক আক্রমণ হানছে বিজেপি (BJP)। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর পর এবার তোপ দাগলেন বিজেপি মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র (Sambit Patra)।

Advertisements

“পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব চালাচ্ছে”, বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন রাজ্যের আদিবাসী নেতা তথা দুই-বারের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। খগেনের মাথা ফাটিয়ে দেয় উন্মত্ত স্থানীয়রা। শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।

   

“জলপাইগুড়িতে তৃণমূলের গুন্ডারা সাংসদ, বিধায়ককে আক্রমণ করেছে, সমগ্র ভারত সেই দৃশ্য দেখেছে। এই বর্বরতা মেনে নেওয়া যায় না”, বলে তোপ দাগেন সম্বিত পাত্র। পাশাপাশি বিজেপি মুখপাত্র বলেন, “রবিবার ভয়াবহ বন্যা-ধ্বসে একাধিক মানুষের মৃত্যুর পরেও টলিউডের গানের তালে পা নাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। তিনি জানতেন, এতে মানুষের কাছে খারাপ বার্তা যাচ্ছে। তাই এদিন ইচ্ছাকৃতভাবে বিজেপি সাংসদ, বিধায়কের উপর হামলা করিয়েছেন তিনি”। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ “জঙ্গলের রাজত্ব” চলছে বলে কটাক্ষ করেছেন অমিত মালব্যও।

উত্তরবঙ্গে ‘ম্যান মেড বন্যা’ বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মমতার

ভূটান, অসম থেকে জল ছাড়ায় উত্তরবঙ্গে বন্যা হয়েছে বলে এদিন দাবী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সোমবার উত্তরবঙ্গে বন্যা পরিদর্শনে গিয়ে ডিভিসি-র ঘাড়েই দোষ চাপিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “বাংলার মানুষ বন্যার জলে ভাসছে, বাড়িঘর হারিয়েছে, ফসল নষ্ট হয়েছে। কিন্তু কেন্দ্রের কাছ থেকে আমরা কোনও সাহায্য পাচ্ছি না। এটা বাংলার প্রতি স্পষ্ট বৈষম্য।”