Malda: মালদায় পথ দুর্ঘটনায় মৃত চার কৃষক

কিষাণমাণ্ডি যাওয়ার পথে লরি ধাক্কায় একাধিক কৃষক মৃত। এই দুর্ঘটনা মালদার গাজোলে ঘটেছে। টোটো চেপে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে স্থানীয় কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন কৃষকরা।

maldha_Accident

কিষাণমাণ্ডি যাওয়ার পথে লরি ধাক্কায় একাধিক কৃষক মৃত। এই দুর্ঘটনা মালদার (Malda) গাজোলে ঘটেছে। টোটো চেপে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে স্থানীয় কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন কৃষকরা। লরির ধাক্কায় সেই টোটো আরোহী কৃষকরা মৃত। মালদহে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। একজনকে আশঙ্কাজনক অবস্থাতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গেছে, মৃতদের চারজনই কৃষক। টোটোয় চেপে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে গাজোলের কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন ওই কৃষকরা। কিষানমাণ্ডি যাওয়ার পথে লরি ধাক্কা মারে তাদের।

Advertisements

লরির ধাক্কায় উল্টে যায় সেই টোটো। রাস্তায় ছিটকে পড়েন চারজন। তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চতুর্থজনকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। আরও একজন কৃষক গুরুতর আহত।ভোর সাড়ে পাঁচটা, তখন সবে দিনের আলো ফুটতে শুরু করেছে। দলে দলে কৃষক কাঁচামাল নিয়ে কিষামাণ্ডির পথে যাচ্ছিলেন। যেহেতু সঙ্গে সবজি থাকে, তাই অধিকাংশই টোটো কিংবা ভ্যানে কিষাণমাণ্ডি যান।প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, যে টোটো দুর্ঘটনার কবলে পড়ে তাতে ৪-৫ জন ছিলেন। স্থানীয় সূত্রে খবর, শ্যামনগরের কাছে একটি লরি সজোরে এসে ধাক্কা মারে একটি টোটোকে। সকলেই আহোরা এলাকার বাসিন্দা।

Advertisements

ইতিমধ্যেই‌, ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নগর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ভোরের দিকে লরির গতি অনেকটাই বেশি ছিল। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে।

দিনের পর দিন প্রশাসনিক বাধা এড়িয়ে গতির পাল্লা বাড়িয়ে চলছে লরিগুলি। কৃষক মৃত্যুতে শোকের ছায়া কৃষক মান্ডিতে‌। বেপরোয়া লরির গতির ভয়ে অন্যান্যদের। উল্লেখ্য, কিছুদিন আগে খোদ কলকাতার চৌরাস্তায় লরির গতিতে প্রাণ গেছিল এক শিশুর। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল এলাকা।