Coochbehar: বাংলাদেশ পাচারের সময় গাঁজার গাড়ি উল্টে মৃত্যু

ভয়ঙ্কর দুর্ঘটনা। গাঁজা ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু টোটোচালকের।মৃতের নাম, সইদুল মিয়াঁ। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে দিনহাটা ২-এর গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের করলা এলাকায়।গাঁজা ভর্তি গাড়িটি বাংলাদেশের…

toto accident

short-samachar

ভয়ঙ্কর দুর্ঘটনা। গাঁজা ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু টোটোচালকের।মৃতের নাম, সইদুল মিয়াঁ। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে দিনহাটা ২-এর গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের করলা এলাকায়।গাঁজা ভর্তি গাড়িটি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিলো বলে খবর। পালাতে গিয়ে টোটোকে ধাক্কা মারে বলে খবর।

   

দুর্ঘটনায় আহত টোটোচালককে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান, দুর্ঘটনার পর গাড়িচালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। চারচাকা গাড়িটি বাংলাদেশ সীমান্তের দিকে প্রবল গতিতে যাচ্ছিল। টোটোটি দিনহাটার দিকে যাচ্ছিল। নয়ারহাট অঞ্চলের করলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় টোটো গাড়িটি। যন্ত্রনায় কাতরাতে থাকে টোটোচালক।

স্থানীয়রা আহত টোটোচালককে হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করা হয়।গাড়ি ভর্তি গাঁজা ছিল বলে জানিয়েছেন এলাকাবাসীরা। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল এই গাড়ি। পলাতক গাড়িচালক। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।