Chopra Attack: ‘টিএমসি বিধায়কের হুকুমে গুলি চলেছে’ বাম-কংগ্রেস মিছিলে, মৃত্যুর পর অভিযোগ

চোপড়ায় এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত বাম-কংগ্রেস প্রার্থীরা। পঞ্চায়েত ভোটের শেষ মনোনয়ন দিনে রক্তাক্ত উত্তর দিনাজপুর। এই জেলার চোপড়ায় পরপর গুলি চলল মনোনয়ন জমা করার মিছিলে। গুলিবিদ্ধ একাধিক বাম ও কংগ্রেস প্রার্থীরা। নিহত এক জন। আরও কয়েকজন গুলিবিদ্ধ গুরুতর জখম। তাদের অবস্থা গুরুতর। তারা চিকিত্‍সাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে।

এদিন মনোনয়ন জমার শেষদিন। চোপড়ায় সকাল থেকে মিছিল করে বাম ও কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন। সেই মিছিলে গুলি চলে। অভিযোগ স্থানীয়রা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গুলি চালায়। গুলি লেগে একাধিক রক্তাক্ত। পরিস্থিতি তীব্র আতঙ্কের। গুলি চালানো হয় চোপড়ার রাস্তায়। রাজপথে পড়ে একাধিক।

   

গত কয়েকদিন মনোনয়ন জমা করতে না পেরে আজ শেষদিনে দলবেঁধে আসছিল। বিডিও দফতরের কিছু আগে হামলা হয়। এই এলাকার বিধায়ক হামিদুল রহমানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস বিধায়কের নির্দেশে গুলি চলে বলে অভিযোগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন