TMC: ‘বাঁদরের হাতে নারকেল’ কটাক্ষ বিধায়ক আব্দুল করিমের, নিশানায় অভিষেক

তৃণমূল দলের (TMC) নতুন ট্রেন্ড নবীন-প্রবীণ বিতর্ক। এই বিতর্কে এবার যোগ দিলেন বিদ্রোহী বলে স্বঘোষিত আব্দুল করিম চৌধুরী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করেছেন…

Mamata Banerjee and Abdul Karim Chowdhury smiling and waving hands at a public rally

তৃণমূল দলের (TMC) নতুন ট্রেন্ড নবীন-প্রবীণ বিতর্ক। এই বিতর্কে এবার যোগ দিলেন বিদ্রোহী বলে স্বঘোষিত আব্দুল করিম চৌধুরী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করেছেন ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী। নাম না করে তৃণমূলের ‘সেনাপতি’কেও তীব্র কটাক্ষ করেছেন তিনি।

short-samachar

   

নবীন-প্রবীণ বিতর্কে লাগাতার মন্তব্য করে চলা তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও তীব্র আক্রমণ করেছেন বর্ষীয়ান বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় কেনও কুণালকে সঙ্গে সঙ্গে সরালেন না, প্রশ্ন তুলেছেন আব্দুল করিম।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে নবীন-প্রবীণ বিতর্ক নিয়ে মুখ খোলেন আব্দুল করিম। তিনি বলেন, “কুণাল ঘোষ অনেক কথা বললেন, শুনেছি আমরা। মমতাদির উচিত ছিল ওঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া। প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনও রাজ্য, এমনকি দেশই চলবে না। বাঁদরের হাতে নারকেল দেওয়া আর কী–যে সেনাপতি হয়েছে না! আগেই বলেছিলাম মমতাদিকে যে, বাচ্চা ছেলে, বালক। সঙ্গে রাখুন। কিন্তু পুরো ক্ষমতা দেবেন না। বাচ্চা ছেলে, শিশু।”

আব্দুল করিম সরাসরি নাম উল্লেখ করেননি। তবে ‘সেনাপতি’ বলে তিনি অভিষেককেই নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা যদি দলের কাণ্ডারী হন, তাহলে অভিষেক তাঁর সেনাপতি, এমন মন্তব্য একাধিক বার শোনা গিয়েছে কুণাল-সহ দলের অন্য নেতাদের মুখে। সেই আবহে আব্দুল করিমের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “দৈত্যকুলের সংঘাত চলছে। সবই তো দৈত্য। এগুলো চলবে। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখনও পর্যন্ত তো কেউ খুন হননি। এর পর খুনও হবে।”