TMC: কোচবিহারে অভিষেকের উপস্থিতিতেই গণইস্তফা তৃণমূলে

SIR Is No Threat to People’: Abhishek Banerjee’s Call for Confidence in Bengal
SIR Is No Threat to People’: Abhishek Banerjee’s Call for Confidence in Bengal

হুড়মুড়িয়ে ভাঙন। তৃণমূল (TMC) ছেড়ে দিতে গণইস্তফার (mass resignation) জোয়ার শুরু কোচবিহারে। তাৎপর্যপূর্ণ, দলীয় সাংসদ তথা আঞ্চলিক দল তৃ়ণমূলের দাবি করা ‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জেলা সফরের মাঝেই শুরু হল শাসক দলে গণইস্তফা। পঞ্চায়েত ভোট সামনে রেখে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। প্রার্থী বাছতে যে গণভোট করতে উদ্যোগী সেই ভোটবাক্স লুঠ হয়েছে গতকাল। আর এদিন শুরু ভাঙন।

কোচবিহার জেলা তৃণমূলে দল বেঁধে ইস্তফার কথা ঘোষণা করলেন একাধিক নেতারা। ওই নেতাদের অভিযোগ, দলের মধ্যে তাঁদের কোনও দাবি মানা হয়নি। উচ্চ নেতৃত্বের কাছে তাঁরা অবহেলিত। বুধবার তুফানগঞ্জে সভা রয়েছে অভিষেক বন্দ্যপাধ্যায়ের। তার আগেই শুরু ইস্তফার হিড়িক।

   

বুধবার ‘তৃণমূলে নবজোয়ার’ জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তুফানগঞ্জের চিলাখানা এবং ক্রীড়া সংস্থার মাঠে সভা রয়েছে অভিষেকের। তার আগে ৩২ জন তৃণমূল নেতা দল ছাড়ছেন বলে জানালেন। মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ভাঙন ধরেছে বলে জানা গেছে। তাঁদের বক্তব্য, দলের সাফল্যের সময় যেমন কোনও কাজ পাইনি, ব্যর্থতারও কোনও দায় নেব না। আমরা আলোচনা করে মোট ৩২ জন ইস্তফা দিয়েছি।

উল্লেখ্য, ২৫ তারিখ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটা থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। কিন্তু একাধিক জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে দলের নেতাদের বিরুদ্ধে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন