নেতারা টাকা চাইলে এফআইআর করুন, সাফ বার্তা উদয়নের

সরকারী প্রকল্পের জন্য সাধারণ মানুষের কাছ থেকে নেতারা টাকা চাইলে পুলিশে এফআইআর করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রবিবার কোচবিহার জেলার…

Udayan Guha

সরকারী প্রকল্পের জন্য সাধারণ মানুষের কাছ থেকে নেতারা টাকা চাইলে পুলিশে এফআইআর করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রবিবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জে ফের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক।

এদিন সন্ধ্যায় তৃণমূলের সাহেবগঞ্জ অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক সম্বর্ধনা সভা। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, তৃনমুল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, কোন তৃণমূল নেতা চাকরি কিংবা সরকারী প্রকল্পের জন্য টাকা চাইলে পুলিশে এফআইআর করবেন। যত বড় মাপের নেতাই হন না কেউ রেয়াত পাবেন না। পাশাপাশি ধানের কুপন বিলি, সরকারী ঘর বন্টন সহ বিভিন্ন ক্ষেত্রে কিছু নেতা বেনিয়ম করেছেন বলে তার কানে এসেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ এলে যত বড় মাপের নেতাই হন না কেন, তাঁকে ছাড় দেওয়া হবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে স্বচ্ছ ভাবমূর্তি ও মানুষের সুখ দুখে পাশে থাকা কর্মীদের।

Advertisements

২১ এর নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ৷ সেই সময় থেকেই এলাকায় জনসংযোগ বৃদ্ধি, এলাকায় একা ঘুরে উন্নয়নের খোঁজখবর নেওয়া, দুর্নীতি রুখতে কর্মীদের কড়া বার্তা, বিরোধীদের অভিযোগের কড়া জবাব দিয়ে বারবার শিরোনামে এসেছেন তিনি। পরে দিনহাটা থেকে উপনির্বাচনে জয়লাভ করেন৷ সম্প্রতি তাঁকে উত্তরবঙ্গ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছে দল।

শুধুমাত্র মন্ত্রক নয়, উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ জোর দেবেন বলে জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে স্বচ্ছতা, দুর্নীতি রোধ এবং জনসংযোগে মনোযোগী হওয়ার বার্তা দিচ্ছেন। এমনিতেও নবান্নের তরফে সাফ জেলা প্রশাসনগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতিতে কোনও নেতার নাম জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে হবে। এবার মন্ত্রীর বক্তব্যেও একই সুর। যদিও বিরোধীদের বক্তব্য, আসলে দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন উদয়ন।