ভোটে দলের বিপর্যয় নিয়ে মন্তব্য, মাশুল গুনল সৌরভ?

নিউজ ডেস্ক: ভোটে হারের কারণেই কি এসজেডিএ-র চেয়ারপার্সন পদ থেকে সরছেন হচ্ছেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী? সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফে একটি নোটিশ দিয়ে জানানো…

tmc-despite-losing-the-lok-sabha-vote-the-strong-fight-could-make-this-trinamool-mla-a-minister

নিউজ ডেস্ক: ভোটে হারের কারণেই কি এসজেডিএ-র চেয়ারপার্সন পদ থেকে সরছেন হচ্ছেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী? সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়, এসজেডিএ বা শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পরবর্তী চেয়ারম্যান পদে কারও নাম ঠিক না হওয়া পর্যন্ত দার্জিলিঙের জেলা শাসকই এই দায়িত্ব সামলাবেন। তারপরই সৌরভের ভবিষ্যত কি হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে কেন এমনটা হল? দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটে এবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুই জেলাতেই কার্যত হারের সন্মুখীন হতে হয়েছে তৃণমূলকে।

আর তারপরই নাকি ওই দুই জেলার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগতে শুরু করেন তিনি। এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি দলের শীর্ষ নেতৃত্ব। এবার প্রশাসনিক পদ থেকে সৌরভকে সরিয়ে কি সেই বার্তাই দিতে চাইছে দল? উঠছে সেই প্রশ্নও।

   

এবার লোকসভা ভোটে ওই দুই জেলাতেই বিপুল মার্জিনে জিতেছেন বিজেপির দুই সাংসদ মনোজ টিগ্গা ও জয়ন্ত রায়। আর তারপর থেকেই ওই দুই জেলায় সাংগঠিক রদবদল নিয়ে শুরু হয় জল্পনা। এর মধ্যে সৌরভের এই ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভ বাড়ছে দলেই। অতীতে, টেট শিক্ষক নিয়োগ মামলায় অনিয়মে নাম জড়িয়েছিল উত্তরবঙ্গের এই নেতার। তখনও দলের সাংগঠিকস্তরের কার্যকলাপে ক্ষমতা কাঁটছাট করা হয়েছিল তাঁর হাত থেকে।