রাজনৈতিক (BJP) দলবদলের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্যামল নাথ ফের যোগ দিলেন বিজেপিতে (BJP)। জানা গিয়েছে, শ্যামল নাথ গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
২০২৬ ভোটে বাংলার মুখ কে হবেন? জানিয়ে দিলেন অমিত শাহ!
শ্যামল নাথ রাজ্যের নাথ ও যোগী সম্প্রদায়ের একজন সক্রিয় নেতা। তিনি তৃণমূলে থাকাকালীন সময়ে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন স্থানে নাথ সম্প্রদায়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আলিপুরদুয়ার কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসেবে সমাজসেবামূলক কাজেও নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার জেলা বিজেপি (BJP) কার্যালয়ে এসে শ্যামল নাথ হাতে পদ্ম পতাকা তুলে নেন। জেলা বিজেপির সভাপতি মিঠু দাস তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন শ্যামল নাথের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতাও বিজেপিতে যোগ দেন।
সুপার কাপে ইস্ট-মোহনের ভাগ্য নির্ধারণ করবে ডেম্পো! কোন অঙ্কে শেষ চার?
শ্যামল নাথ নিজেকে “সনাতনি হিন্দু মানুষ” হিসেবে পরিচয় দেন এবং জানান, “যারা এক বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য সব কাজ পরিচালনা করেন, তাদের সঙ্গে থাকা সম্ভব নয়। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বা পাকিস্তান করার চক্রান্ত চলছে। তাই তাদের সঙ্গে থাকা যায় না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও কোন বিরোধ নেই।”
এই দলবদলকে স্বাগত জানিয়ে জেলা বিজেপির সভাপতি মিঠু দাস বলেন, “শ্যামল নাথের সঙ্গে আজ ১৫ জন তৃণমূলের পদাধিকারি আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা সবাইকে স্বাগত জানাই। মোদিজির হাত আরও শক্তিশালী হলো।”



