HomeWest BengalNorth BengalCoochbehar: উদয়ন-নিশীথের অনুগামীরা মুখোমুখি, দিনহাটায় বোমাবাজি

Coochbehar: উদয়ন-নিশীথের অনুগামীরা মুখোমুখি, দিনহাটায় বোমাবাজি

- Advertisement -

পঞ্চায়েত ভোটের মনোনয়ন স্ক্রুটিনি ঘিরে কোচবিহারের (coochbehar)  দিনহাটা সরগরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ করে ‘তীর’ ছোঁড়ার অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ।

দিনহাটা সরগরম। মনোনয়ন স্ক্রুটিনি ঘিরে দুই মন্ত্রী মুখোমুখি। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজ নিজ অনুগামীরা মুখোমুখি।

   

দিনহাটার সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে দুপক্ষ মুখোমুখি। দিনহাটার ২ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে উত্তেজনা।

বিডিও অফিসের সামনে পুলিশ লাঠিচার্জ করে তৃণমূলদের জমায়েত হটাল। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপস্থিতিতেই বোমা ফাটার আওয়াজ শোনা যায়। বিশাল বড় পুলিশ ও র‌্যাফ বাহিনী টহল দিচ্ছে এলাকায়। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular