HomeWest BengalNorth BengalCoochbehar: ঝুলতে ঝুলতে বনের বাড়িতে ফিরল হাতি

Coochbehar: ঝুলতে ঝুলতে বনের বাড়িতে ফিরল হাতি

- Advertisement -

বনের হাতি ফিরল বনে। তবে হেঁটে হেঁটে নয় ঝুলে ঝুলে। বিশাল হাতি ক্রেনে করে  নিয়ে যাওয়ার দৃশ্য দেখে হতবাক (Coochbehar) কোচবিহারের মাথাভাঙ্গা ২-এর উনিশবিশার বাসিন্দারা। গত চারদিন ধরে তাণ্ডব চালিয়েছিল এই হাতি।

জেলা বনবিভাগ সূত্রে খবর, শনিবার ওইসব হাতিকে  ট্রাকে করে জলপাইগুড়ির জলদাপাড়ার জঙ্গলে ফেরানো হয়েছে। দুটি কুনকি হাতি এনে ক্রেনের সাহায্যে হাতিটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। সেই দৃশ্য দেখতে এলাকায় ভিড় জমে যায়। হাতি চলে যাওয়ায় সাময়িক স্বস্তিতে এলাকাবাসী। তারা বলছেন, ডুয়ার্সের জঙ্গল থেকে হাতির আনাগোনা লেগেই থাকে।

   

জলদাপাড়া থেকে কোচবিহারে চলে আসা বুনো হাতির দাপটে ভীত ছিলেন এলাকাবাসী। শুক্রবার রাতে ওই হাতিকে ঘুমপাড়ানি গুলি করেন বনকর্মীরা। হাতি ঝিমিয়ে পড়লে তাকে দড়ি দিয়ে বাঁধার সময় ঘটেছিল বিপত্তি। দড়ি ছিঁড়ে হাতি ফের দৌড়তে থাকে। তীব্র আতঙ্ক ছড়ায়। ফের বনকর্মীদের তৎপরতায় হাতি ধরা পড়ে ধানক্ষেত থেকে। আসে পুলিশ। শুক্রবার রাতভর বনকর্মী ও পুলিশের নজরদারিতে ছিল সেই হাতি।

শনিবার সকাল থেকে হাতিকে জঙ্গলে ফেরাতে নামে কোচবিহার, মাথাভাঙ্গা, জলদাপাড়া সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা। আনা হয় কুনকি হাতি। আসে ক্রেন। শেষ পর্যন্ত হাতিকে ক্রেনে করে তুলে নিয়ে ট্রাকে চাপানো হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular