Malda: ভূতনির চর গিলে খাচ্ছে গঙ্গা, পালাচ্ছেন এলাকাবাসী

মালদায় নদীগর্ভে তলিয়ে গেল ভূতনির চরের একাংশ। এই ঘটনায় চরের একাংশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নদীবাঁধের একাংশ তলিয়ে গেছে বলে জানা যাচ্ছে। প্লাবিত হওয়ার আশঙ্কা ভূতনি থানা এলাকা। আতঙ্কিত স্থানীয় মানুষজন। মালদায় কালটনটোলায় ভাঙনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী একাধিক পরিবারের মধ্যে।

মানিকচক ব্লকের থানা এলাকায় তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই তিনটি গ্রাম পঞ্চায়েত জুড়ে একদিকে আছে গঙ্গা। বর্তমানে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে গঙ্গায়‌। রবিবার সকাল থেকে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সেই ভাঙনে বাঁধের একটা বিস্তীর্ণ অংশ তলিয়ে গেছে। প্রশাসনের তরফে গোটা এলাকা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রামবাসীদের দাবি সঠিক বাঁধ গড়তে হবে। বাঁধ সঠিক না হওয়ার কারণে এই ঘটনা।

   

জেলা প্রশাসনের তরফে সেচ দফতরের আধিকারিকদের জানানো হচ্ছে। এলাকা জুড়ে ভাঙন রোধে কী করণীয় তা দেখবে প্রশাসন। নদী তীরবর্তী একাধিক পরিবার প্রশাসনের পদক্ষেপের আশায় বসে রয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন