Teesta Bazar: তিস্তায় ডুবছে তিস্তা বাজার, গ্রাউন্ড জিরো থেকে জানুন ভয়াল পরিস্থিতি

Kolkata 24×7 Special: ৩২ জৈষ্ঠ। শনিবার চলতি ১৪৩১ বঙ্গাব্দর গ্রীষ্মকাল বিদায় নিল। রবিবার আসছে আষাঢ় মাস। বাংলায় ঢুকবে বর্ষা কাল। আষাঢ়ের প্রথম দিনেই গুরুগম্ভীর মেঘ…

Tessta Bazar Teesta Bazar: তিস্তায় ডুবছে তিস্তা বাজার, গ্রাউন্ড জিরো থেকে জানুন ভয়াল পরিস্থিতি

Kolkata 24×7 Special: ৩২ জৈষ্ঠ। শনিবার চলতি ১৪৩১ বঙ্গাব্দর গ্রীষ্মকাল বিদায় নিল। রবিবার আসছে আষাঢ় মাস। বাংলায় ঢুকবে বর্ষা কাল। আষাঢ়ের প্রথম দিনেই গুরুগম্ভীর মেঘ গর্জনের অপেক্ষায় রাজ্যবাসী। তবে এই মেঘনাদে আতঙ্কিত উত্তরবঙ্গ। কালিম্পং জেলার তিস্তা বাজারে (Teesta Bazar)  গিরিখাদ উপচে তিস্তার জল সরাসরি পাহাড়ি পথের উপর ঢেউ খেলছে। তিস্তার জলে ডুবছে তিস্তা বাজার।

গ্রাউন্ড জিরো তিস্তা বাজার:
শনিবার বেলা ১০টা পর্যন্ত তিস্তা বাজারের পরিস্থিতি: তিস্তা ব্রিজের ওপরে যান চলাচলে সমস্যা নেই। কিন্তু কালিম্পং থেকে দার্জিলিং সরাসরি যাওয়ার রাস্তা বন্ধ।

   

এই এলাকা দার্জিলিং, কালিম্পং দুই পাহাড়ি জেলার সঙ্গে উত্তরবঙ্গের সমতল এলাকার অন্যতম সংযোগস্থল।  তিস্তা বাজার ছুঁয়ে সিকিমের দিকে চলে যাওয়া জাতীয় সড়ক এই মুহূর্তে বিপজ্জনক বলে চিহ্নিত। কালিম্পং জেলার তিস্তা বাজার থেকে দার্জিলিং জেলার সেবক মোড় পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের ৩০ কিলোমিটার এলাকা জুড়ে ধস ও জলমগ্ন হওয়ার সম্ভাবনা বাড়ছে।

জল বাড়ছে দেখে তিস্তা বাজারের বহু বাসিন্দা উপরের দিকে উঠে গেছেন। কালিম্পং শহর জুড়ে ধস ও বন্যার আতঙ্ক। তিস্তা বাজার বিচ্ছিন্ন হয়ে গেলে শিলিগুড়ির সঙ্গে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ কেটে যাবে। উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে ক্রমে তিস্তার জলস্তর বাড়ছে। একাধিক পাহাড়ি নদীতেও বন্যার আশঙ্কা।

সিকিম সরকার জানাচ্ছে রাজ্যে কমপক্ষে ২ হাজার পর্যটক আটকে আছেন। তাদের উদ্ধারের জন্য এয়ারলিফ্ট করানোর প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে অনুকুল আবহাওয়ার অপেক্ষা। আশঙ্কা তিস্তা বাজার ডুবে গেলে জল না নামা পর্যন্ত এ পথে সড়ক যোগাযোগ অসম্ভব।

প্রতি বর্ষার মরশুমে এই এলাকায় এমনই পরিস্থিতি হয়। শিলিগুড়ি থেকে ১০ নং জাতীয় সড়ক সেবক হয়ে সিকিমের রাজধানী গ্যাংটক শহরকে যুক্ত করেছে। আর ১৭ নং জাতীয় সড়ক সেবকের করোনেশন ব্রিজের কাছে থেকে শুরু হয়ে অসমের রাজধানী গুয়াহাটিতে শেষ হয়েছে।