আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা (Earthquake)। কোচবিহার থেকে মালদা সমস্ত জেলাতেই কম্পন অনুভব করেছেন স্থানীয় মানুষ। রিখটারস্কেলে কম্পনের মাত্রা ৫.৯। মালদা, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল অসম। উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, চিন এবং মায়ানমারেও কম্পন লক্ষ করা গেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভূমিকম্পের সময় তীব্র কম্পনের ফলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। মালদায় এক বাসিন্দা জানান, “আমরা বাড়িতে বসে ছিলাম, হঠাৎ মাটি কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু যেন থমকে গেল।” কোচবিহার ও আলিপুরদুয়ারেও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উত্তরবঙ্গে অতীতে বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ২০১১ সালে সিকিমে উৎপত্তি হওয়া ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল, যার ফলে কিছু কাঠামোগত ক্ষতি হয়। এছাড়াও, ২০২১ সালে অসমে উৎপত্তি হওয়া ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প দার্জিলিং ও জলপাইগুড়িতে অনুভূত হয়, যদিও তাতে বড় কোনও ক্ষতি হয়নি। এই অঞ্চলের ভূ-গাঠনিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই রয়েছে। বিশেষজ্ঞরা বারবার ভূমিকম্প-প্রতিরোধী পরিকাঠামো এবং জনসচেতনতার উপর জোর দিয়েছেন।