SSC Scam: শিলিগুড়িতে সিবিআই অভিযান,সন্দেহ তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে চাপা আতঙ্ক

রাজ্য শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সিবিআই অভিযান (Siliguri) শিলিগুড়িতে। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়রাম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা (CBI) সিবিআইয়ের। ১০ জনের একটি দল উপস্থিত হয়েছে।

শিলিগুড়িতে দুটি দলে ভাগ হয়ে অভিযান চালায় সিবিআই। উপাচার্যের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। একটি দল সুবীরেশ ভট্টাচার্যের অফিসে অভিযান চালিয়েছে। অভিযোগ, এমএসসি নিয়োগের মতো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে।

   

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সম্পর্কে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগ কমিটি। রিপোর্টে বলে হয়েছিল, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। এর মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেখানে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বাড়িতে সিবিআই হানা দিতেই জল্পনা তুঙ্গে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে। প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাদের গ্রেফতার করেছে সিবিআই। আজই তাদের হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন