উত্তরবঙ্গের (Siliguri to Dooars) একাধিক এলাকায় বৃহস্পতিবার রাতভর প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর আগেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস সত্যি করে রাতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে একাধিক এলাকায় জল জমে যায় এবং ভেঙে পড়ে গাছ। তার জেরে শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি-ডুয়ার্স সড়কে বিপর্যস্ত হয় যান চলাচল।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ডুয়ার্সমুখী প্রধান সড়ক ধরে যানবাহন চলাচল করছিল। ওই সময় সেবক করোনেশন সেতুর খুব কাছেই একটি বড় গাছ ভেঙে পড়ে রাস্তায়। এলাকাটি কালিম্পং বনাঞ্চলের মধ্যে পড়ে। ফলে হঠাৎ করেই রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর জেরে ডুয়ার্সমুখী বহু পর্যটক এবং সাধারণ যাত্রী বিপাকে পড়েন।
শুক্রবার সকালে বেশ কিছু পর্যটকের গাড়ি শিলিগুড়ি থেকে ডুয়ার্সের দিকে যাচ্ছিল। ডুয়ার্সে পুজোর আগে পর্যটকদের ভিড় থাকে বেশি। কিন্তু সেবক করোনেশন সেতুর কাছে গাছ ভেঙে পড়ায় তাদের গাড়ি মাঝপথেই আটকে যায়। ফলে দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে হয় যাত্রীদের। কেউ কেউ বিকল্প রাস্তার খোঁজ করতে থাকেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। গাছ কেটে সরানোর কাজ শুরু হয়। তবে গাছটি বড় হওয়ায় রাস্তা পরিষ্কার করতে কিছুটা সময় লাগে। ফলে অন্তত কয়েক ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের নিরাপদে অন্য পথে পাঠানোর চেষ্টা করা হয়েছে।