HomeWest BengalNorth Bengalখুনের হুমকি পেয়ে BJP বিধায়ক ছুটলেন থানায়

খুনের হুমকি পেয়ে BJP বিধায়ক ছুটলেন থানায়

- Advertisement -

স্যোশাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়িতে চাঞ্চল্য। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন তিনি।

বিধায়কের অভিযোগ, গত ২৭ তারিখ সোশ্যাল মিডিয়াতে তিনি কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু ও পরবর্তীতে এক যুবকের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে একটি কমেন্ট আসে যেখানে বলা হয় বিধায়ককে গ্রেফতার করে প্রাণে মারা উচিত। যেই প্রোফাইল থেকে এই বক্তব্যটি আসে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন।

   

তিনি বলেন, আতঙ্কের মধ্যে আমি নেই। তবে যেভাবে পুলিশ কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনকে হত্যা করেছে। একইভাবে আমাকে গ্রেফতার করে খুন করার চক্রান্ত হচ্ছে কিনা, তার একটা ইঙ্গিত এই পোস্টের মাধ্যমে পাওয়া গিয়েছে। এই পোস্টে লেখা ছিল তৃণমূলের নব জোয়ার।

তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছি, দ্রুত এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন ঘটনাটি তদন্ত করে দেখবেন। তবে এটা বলতে পারি, আমাকে এসব হুমকি দিয়েও দমানো যাবে না। আমি কাউকে ভয় পাই না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular