
শিলিগুড়ি: শিলিগুড়ির বিজেপি বিধায়ক ( BJP MLA)তথা রাজ্য বিধানসভার চিফ হুইপ ডা. শঙ্কর ঘোষ বিধায়ক তহবিলের টাকা খরচে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে আগামী ২৩ জানুয়ারি থেকে অনশনে বসার ঘোষণা করেছেন। এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। শঙ্কর ঘোষ দাবি করেছেন, তৃণমূল নিয়ন্ত্রিত শিলিগুড়ি পুরনিগম এবং স্থানীয় প্রশাসনের একাংশ তাঁর বিধায়ক তহবিলের (এমএলএ ল্যাড ফান্ড) প্রকল্পগুলোতে ইচ্ছাকৃত বাধা দিচ্ছে।
ফলে এলাকার উন্নয়ন কাজ আটকে রয়েছে। এর প্রতিবাদে তিনি বিধানসভায় বা শিলিগুড়িতে অনশনের পথ বেছে নেবেন বলে জানিয়েছেন।শঙ্কর ঘোষের অভিযোগ, গত কয়েক বছর ধরে তাঁর বিধানসভা কেন্দ্র শিলিগুড়িতে রাস্তা, ড্রেনেজ, পানীয় জল, স্কুল-হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের জন্য বিধায়ক তহবিলের টাকা বরাদ্দ হলেও পুরনিগমের অনুমোদন না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না। তিনি বলেন, “পুর মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়রের নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা সব কাজ আটকে রাখছেন।
মুস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত BJP, নেপথ্যে আবেগ না রাজনীতি?
হুমকি দিয়ে কন্ট্রাক্টরদের ভয় দেখানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা। মানুষের উন্নয়ন বন্ধ করে তৃণমূল ক্ষমতার অপব্যবহার করছে।” শঙ্করবাবু আরও জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে তিনি অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ জানুয়ারি থেকে বিধানসভা চত্বরে বা শিলিগুড়ির কোনও সরকারি জায়গায় অনির্দিষ্টকালের অনশন শুরু করবেন।
বিজেপির দাবি, রাজ্যে তৃণমূল সরকার বিজেপি বিধায়কদের তহবিলের টাকা খরচে ইচ্ছাকৃত বাধা দিচ্ছে। এতে বিরোধী কেন্দ্রগুলোর উন্নয়ন ব্যাহত হচ্ছে। শঙ্কর ঘোষের মতো অনেক বিজেপি বিধায়ক এই অভিযোগ তুলেছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা গণতন্ত্রের হত্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধীদের দমন করতে উন্নয়ন আটকে রাখছে।
শঙ্করের অনশন রাজ্যের সব বিরোধী বিধায়কদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠবে।” জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অনশনের দিন দলের কর্মী-সমর্থকরা ব্যাপকভাবে সঙ্গে থাকবেন। শিলিগুড়িতে ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে।অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। শিলিগুড়ির পুর মেয়র গৌতম দেব বলেন, “বিধায়ক তহবিলের প্রকল্প পুরনিগমের মাধ্যমে হয় না। এটা প্রশাসনিক কাজ। কোনও বাধা দেওয়া হচ্ছে না।
শঙ্কর ঘোষ রাজনৈতিক প্রচারের জন্য এসব বলছেন। অনশন করে কী লাভ? মানুষ জানে বিজেপি উন্নয়ন করে না, শুধু নাটক করে।” তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, শিলিগুড়িতে রাজ্য সরকারের প্রকল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিজেপি বিধায়কের অভিযোগ ভিত্তিহীন। এক তৃণমূল নেতা বলেন, “কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রাখছে, বিজেপি বিধায়করা সেটা নিয়ে কথা বলে না। নিজেদের ব্যর্থতা ঢাকতে অনশনের নাটক।”










