HomeWest BengalNorth BengalJalpaiguri: জলপাইগুড়িতে মর্মান্তিক দৃশ্য, জোড়া হাতির দেহ পড়ে আছে মাঠে

Jalpaiguri: জলপাইগুড়িতে মর্মান্তিক দৃশ্য, জোড়া হাতির দেহ পড়ে আছে মাঠে

- Advertisement -

দুটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পড়ে আছে মাঠে। এলাকাবাসী দিয়েছেন ফুলের মালা। যে হাতির দাপটে চাষের জমি নষ্ট হয় তাদেরই মৃত্যুতে শোকাচ্ছন্ন জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান সংলগ্ন এলাকাবাসী।

জলপাইগুড়ি বনবিভাগ সূত্রে খবর, দুটি হাতির মৃত্যুর কারণ স্পষ্ট নয় তবে বজ্রাঘাতে মৃত্যুর সম্ভাবনা বেশি। বুধবার সকালে ডায়না নদীর ধারে বামনডাঙ্গা চা বাগানের ১৪ নম্বর সেকশনে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বনদফতরকে জানান। খবর পেয়ে যান নাথুয়া রেঞ্জের কর্মীরা। 

   

এলাকাবাসী বলছেন, মঙ্গলবার রাতে বামনডাঙ্গা চা বাগান এলাকায় কয়েকবার বাজ পড়েছিল। নদীর কাছে ছিল কয়েকটি হাতি। বুধবার দেখা যায় দুটি হাতির দেহ মাঠে পড়ে আছে।

গত ৮ মে নাগরাকাটা ব্লকের হাজিপাড়ায় বাজ পড়ে ১২টি মোষের মৃত্যু হয়। এরপর হলো জোড়া হাতির মৃত্যু। নাগরাকাটার এই এলাকা ভুটান পাহাড় সংলগ্ন। বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular