Siliguri: শিলার তৃতীয় সন্তান কয়েক সপ্তাহের অন্তঃসত্ত্বা

Royal Bengal Tiger Shila

Siliguri: রয়েল বেঙ্গল টাইগার শিলার তৃতীয় সন্তান কিকা আপাতত কয়েক সপ্তাহের অন্তঃসত্ত্বা। এমনটাই মনে করছেন চিকিৎসক ও সাফারি পার্কের কর্তারা। কিকার একটি বৈশিষ্ট্য তাকে বাকিদের থেকে আলাদা করে রেখেছে। তা হল তার গায়ের রং। সাদা বাঘ কিকার ভূমিষ্ঠ হতে চলা সন্তানও তাই যথেষ্ট স্পেশাল। সেকথা মাথায় রেখেই যত্ন নেওয়া হচ্ছে মায়ের।

ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির কাছে এব্যাপারে সব তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী অগাস্ট কিংবা সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দিতে পারে কিকা। আপাতত তাই সাফারি পার্কের সন্তানসম্ভবা মাকে দেখভালের ওপর বিশেষ নজর দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ। সন্তান না হওয়া পর্যন্ত কিকাকেও আর সাফারির জন্য না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

যদিও এখনই পুরো বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না পার্কের কর্তারা। কিকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বোঝা যাবে কিকা অন্তঃসত্ত্বা কি না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন