Jalpaiguri: চা বাগানের ছায়ায় ঘুমোচ্ছে লেপার্ডের ছানা

Leopard cub taking a nap under the shade of a tea plantation in Jalpaiguri

জলপাইগুড়ির (Jalpaiguri) চালসা চা বাগানের মধ্যে গুটিসুটি ঘুমোচ্ছে তিনটি লেপার্ড ছানা। শনিবার সকালে এই লেনার্ড শাবকগুলি দেখা যায় জলপাইগুড়ির মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। চা শ্রমিকরা এই শাবকগুলি দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা। কেউ যাতে তাদের সামনে আসতে না পারে সেই দিকে কড়া নজর রাখা হয়েছে। বনকর্মীদের অনুমান মা লেপার্ড খাবারের সন্ধানে গেছে। পরে সুযোগ ম শাবকদের নিরাপদ স্থানে তুলে নিয়ে যাবে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন