HomeWest BengalNorth Bengalআকাশ কালো করে ফের বৃষ্টি নামল শিলিগুড়িতে, বিপাকে সাধারণ মানুষ

আকাশ কালো করে ফের বৃষ্টি নামল শিলিগুড়িতে, বিপাকে সাধারণ মানুষ

- Advertisement -

সোমবার সকাল থেকেই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশে ভারী মেঘের উপস্থিতি সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি (Heavy Rain) । তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের তুলনায় উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি আজ অনেকটাই উন্নত। গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টির ফলে জলস্তর বেড়ে গিয়েছিল তিস্তা, মহানন্দা সহ একাধিক নদীতে।

অনেক জায়গায় জল ঢুকে গিয়েছিল ঘরবাড়ি ও কৃষিজমিতে। সেই তুলনায় আজকের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও, নতুন করে বৃষ্টিপাত উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের মধ্যে।

   

এই পরিস্থিতির মধ্যেই আজ দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিমারায় যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। যদিও তাঁর সফরসূচি এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি, তবুও প্রাথমিকভাবে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ সফরে আসতে পারেন এবং বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে তাঁর।

বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি সাহায্যের ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতিমধ্যেই মালদা, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকা থেকে বিপর্যয়ের খবর আসায় মুখ্যমন্ত্রীর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে জলমগ্ন অবস্থায় বহু মানুষ এখনো ঘরছাড়া। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণশিবির খোলা হয়েছে এবং শুকনো খাবার, জল ও ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ব্লক প্রশাসন ও সিভিল ডিফেন্স কর্মীরা ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন।

শিলিগুড়ি ও আশপাশের এলাকায় কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে। যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে, বিশেষত নিচু এলাকায়। দোকানপাট খুললেও সকাল থেকে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular