Raiganj: টিএমসি সভাপতির ক্লাব দখল নেওয়ার চেষ্টা প্রতিরোধ বাসিন্দাদের

Residents of Raiganj Resist TMC President's Attempt to Take Over Local Club

ক্লাবের দখল নেওয়ার চেষ্টা রুখে দিলেন রায়গঞ্জের (Raiganj) কলেজপাড়ার বাসিন্দারা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে একদল যুবক প্রবীণ সদস্যদের হটিয়ে দিয়ে ফ্রেন্ডস কর্নার নামে ওই ক্লাবটির দখল নেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে এককাট্টা হয়ে প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা।

এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। এলাকার তৃণমূল নেতা তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রনোজ কুমার দাসের নেতৃত্বে এলাকার বাসিন্দারা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়ান। রনোজবাবুর দাবি, এই ক্লাবটি অরাজনৈতিক। তাই এখানে কোনও রাজনৈতিক দলের মাতব্বরি চলবে না। কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ সমস্ত দলের সমর্থকেরা আছেন এখানে।

   

যদিও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চিরঞ্জিত দত্ত বলেন, ‘আমি এই ক্লাবের সদস্য। তাই এখানে মিটিং করার জন্য আমরা জমায়েত হয়েছিলাম। রনোজবাবু আমাদের দলে সম্প্রতি এসেছেন বলেই দলের প্রতি ভালোবাসা নেই।’ যদিও কয়েকদিন ধরেই এই ক্লাবকে দখল করার জন্য চিরঞ্জিতবাবু বহিরাগত যুবকদের নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন