Python Attack: বিরাট অজগর হাঁ করে এসে ফটোগ্রাফারকে টানতে লাগল…মাদারিহাটে ভয়াবহ কান্ড

Python Attack

মাদারিহাটের (Madarihat) বাসিন্দা রাজীব কুজুর। অজগরের ফোটো তুলতে গিয়েছিলেন সাঁতালি চা বাগানে। তারপর ঘটল ভয়াবহ কান্ড। অজগরের মুখে পড়লেন তিনি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নেশায় ওই ফটোগ্রাফার অজগরের ফটো তুলতে গিয়েই বিপদে পড়েন (Paython Attack)। পেঁচিয়ে ধরে গাছের উপরে টেনে নিয়ে যেতে থাকে। সে এক বিপজ্জনক মুহূর্ত।

অজগরটি গাছের কোটরে ছিল। সাপটিকে দেখে ছবি তুলতে যান রাজীব। কিন্তু সেখানে যেতেই বিপাকে পড়েন তিনি। গাছে থাকা অজগরের কামড় খেতে হয় রাজীব কুজুরকে।

   

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন রাজীব কুজুর। রবিবার সকালে সাঁতালি চা বাগানে একটি গাছে অজগর দেখতে পান তিনি। অজগর দেখতে পেরে ফোটো তুলতে যান রাজীব। অজগরটি ডিম নিয়ে বসেছিল বলে জানা যায়।

আচমকা গাছের কোটর থেকে বেরিয়ে রাজীবের হাতে কামড় বসিয়ে দেয় অজগরটি। জানা গিয়েছে, রাজীবকে কামড়ে গাছের উপরে নিয়ে যাচ্ছিল অজগরটি। কিন্তু রাজীবের চিৎকারে তাঁর পরিজনেরা এসে অনেক কষ্টে রাজীবের হাত ছাড়ান। অল্পের জন্য বেঁচেছেন ওই ফটোগ্রাফার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন