Jalpaiguri: জঙ্গি জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে রেল রোকো, বিপর্যস্ত উত্তরবঙ্গ

সকাল থেকে চলছে রেল রোকো। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর ডাকে…

Jalpaiguri: জঙ্গি জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে রেল রোকো, বিপর্যস্ত উত্তরবঙ্গ

সকাল থেকে চলছে রেল রোকো। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর ডাকে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে চলছে কর্মসূচি। সকাল ৭ টা থেকে ১২ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে ট্রেন।

কেএলও জঙ্গি প্রধান জীবন সিংহ পশ্চিমবঙ্গে একাধিক নাশকতায় জড়িত। তার নির্দেশে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে হয়েছিল গণহত্যা। একাধিক সিপিআইএম নেতা-কর্মীকে খুন করা হয় বাম জমানায়। বর্তমানে অসম সরকারের কাছে আত্মসমর্পণ করে নজরবন্দি জীবন সিংহ। আত্মসমর্পণের আগে সে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেছিল ‘রক্তগঙ্গা বইয়ে দেব’।

কেলও নেতা জীবন সিংহের সাথে শান্তি চুক্তির দাবিতে রেল রোকোর কারণে  আটকে পড়েছে বন্দে ভারত। ঘন কুয়াশার জের তারপর বিক্ষোভের কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রেনযাত্রীরা। ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে লাইন অবরোধ কর্মসূচি। দীর্ঘক্ষণ আটকে নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। পতাকা হাতে রেল লাইনে নেমেছে ছাত্র-যুবরা।

Advertisements

এই ঘটনা প্রসঙ্গে আকসুর প্রেসিডেন্ট কৌশিক বর্মণ বলেন, “কামতাপুর রাজ্যের পুর্নগঠন। উত্তরবঙ্গ বলে কিছুই ছিল না। ইতিহাস বলছে কামতাপুর ছিল। আমাদের রাজ্য ফিরিয়ে দিক।” আবার ট্রেনের ম্যানেজার অশোক কুমার জানিয়েছেন, আন্দোলনের কারণে ট্রেন এগনো যাচ্ছে না। প্রায় ৬টা ৫৭ থেকে এখনও ট্রেন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই রেল রোকো করা হবে বলে সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে জানানো হয়েছিল। তবে ময়নাগুড়ির ঠিক কোন জায়গাতে এই কর্মসূচি নেওয়া হবে সে ব্যাপারে অত্যন্ত গোপনীয়তা মেনেছিল  আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সকালে ময়নাগুড়ি বেদগারা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করা হয়।