পঞ্চায়েত ভোটের ফলাফল বলে দিচ্ছে জলপাইগুড়ির (Jalpaiguri) কুকুরজানে তুরুপের তাস বাম শিবির। এলাকায় তীব্র আলোচনা যার দিকে বাম তার দখলে কুকুরজান। বৃহস্পতিবার এই পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বিক্ষিপ্ত সংঘর্ষের মাঝে তৃ়ণমূল ও বিজেপি দুপক্ষ বাম সমর্থন পেতে ঝুলোঝুলি শুরু করেছে। কী করবে বাম শিবির? তৃ়ণমূল নাকি বিজেপি কার খুঁটি হবে? এই প্রশ্নে সরগরম জেলার রাজনৈতিক মহল।
জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রামপঞ্চায়েতর মোট আসন ২১টি। তৃণমূল কংগ্রেস-৯, বিজেপি-৯, সিপিএম-৩টি আসনে জয়ী। ফলে বোর্ড গঠন কারোর একার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে দরকার বাম সমর্থন। কুকুরজান বোর্ড গঠন ঘিরে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় কোথাও বাম-তৃ়ণমূল কোথাও তৃ়নমূল-বিজেপি কোথাও বাম-বিজেপি অথবা কংগ্রেস ও বাম জোটের পঞ্চায়েত গঠন হয়েছে। সর্বাধিক আলোচিত মুর্শিদাবাদের নসিপুর পঞ্চায়েত। এখানে বাম ও তৃণমূল জোটের পঞ্চায়েত গঠনের খবরে রাজনৈতিক মহলে চর্চা চলেছে।
তৃণমূল ও সিপিআইএম এই দুটি দলের রাজ্য শীর্ষ নেতাদের দাবি, পঞ্চায়েতস্তরে এমন সব ফ্যাক্টর থাকে তার জন্য এমন জোট বোর্ড তৈরি হয়। সেটা দলীয় রাজনৈতিক অবস্থানে প্রভাব ফেলবে না। রাজ্যে তৃণমূল ও বাম পরস্পর বিরোধী হয়েই লোকসভা ভোটে লড়বে। বিজেপিরও একই যুক্তি।