পঞ্চানন বর্মার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক উত্তাপ

অয়ন দে, কোচবিহার: রাজবংশী সমাজের মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভেঙেছে কারা? মূর্তি ভাঙাকে কেন্দ্র করে শনিবার তুমুল রাজনৈতিক উত্তাপ কোচবিহারে। মূর্তি ভাঙার প্রতিবাদে এলাকায়…

পঞ্চানন বর্মার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক উত্তাপ

অয়ন দে, কোচবিহার: রাজবংশী সমাজের মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভেঙেছে কারা? মূর্তি ভাঙাকে কেন্দ্র করে শনিবার তুমুল রাজনৈতিক উত্তাপ কোচবিহারে। মূর্তি ভাঙার প্রতিবাদে এলাকায় মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। ঘুঘুমারি ও শুটকাবাড়ি অঞ্চল সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছিল ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিটি। শুটকাবাড়ির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মূর্তি স্থাপন করা হয়েছিল।

রাতের অন্ধকারে কে বা কারা মূর্তিটি ভেঙেছে বলে উঠছে অভিযোগ। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন পঞ্চানন-অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ ভৌমিক জানান, নতুন করে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি বসানো হবে ওই জায়গায়। যেটি দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হবে।

   

এদিকে মূর্তি ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও দলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করছে।” কোচবিহার ১ ব্লকের শুটকাবাড়ি ফাঁসিরঘাটের চৌমাথায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তি যেভাবে উপড়ে নিয়ে গেছে তা মানা যায় না। পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। নিশ্চিতভাবে দুর্বৃত্তরা ধরা পড়বে। যদিও বিজেপি নেতা বিরাজ বোসের দাবি, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই ঘটনা ঘটেছে।

Advertisements

উল্লেখ্য মনীষী পঞ্চানন বর্মা নিয়ে আবেগ রয়েছে রাজবংশী জনজাতি ও সাধারণ মানুষের মধ্যে। পঞ্চানন বর্মা ছিলেন কোচবিহারের একজন রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী, এবং সমাজ সংস্কারক। ঠাকুর পঞ্চানন, পঞ্চানন সরকার ও রায় সাহেব নামেও তিনি পরিচিত ছিলেন। মনীষী পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় চালু করেছে রাজ্য সরকার। সেই মনীষীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এখন চরমে রাজনৈতিক উত্তাপ।