HomeWest BengalNorth BengalJalpaiguri: জলপাইগুড়িতে চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

Jalpaiguri: জলপাইগুড়িতে চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

- Advertisement -

চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে পুলিশ জনতা খন্ডযুদ্ধ। পুলিশের গায়ে হাত জনতার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (jalpaiguri) ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সকলেই মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে। তারা ময়নাগুড়িতে ভাড়া থাকতে বলে জানা গেছে।

জানা যায় এদিন শহরের একটি মোবাইল মেরামতির দোকানে পুরনো মোবাইল বিক্রি করতে যায়। সংশ্লিষ্ট ব্যবসায়ী সন্দেহ হয় তৎক্ষণাৎ ময়নাগুড়ি থানায় খবর দেন। ময়নাগুড়ি থানার পুলিশ ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ১৫ নাম্বার ওয়ার্ডের যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সে বাড়িতে মোবাইল উদ্ধার করতে যান।

   

তখন সেখানে এলাকাবাসী চড়াও হয় পুলিশের উপর। জখম হয়েছেন পুলিশের এসআই সুব্রত ঘোষ। পুলিশের একটি মোটর বাইকের চাবি ছিনিয়ে নেয় এর জনতা এরপর ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মোট চার জনকে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি থেকে মোট চার বস্তা পুরনো মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে এই ঘটনাস্থলে যাওয়ার পর সেখানকার বাসিন্দাদের আক্রমণের মুখে পড়তে হয়। ধৃতরা যেই বাড়িতে ভাড়া থাকত সেখানকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ কিছু জিজ্ঞাসা না করেই, বাড়ির ভিতর এসে আক্রমণ শুরু করে। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় ময়নাগুড়িতে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular