Panchayat Election: তিস্তা-জলঢাকায় হড়পা বানের সতর্কতা, ভেসে যাবে পঞ্চায়েত ভোট?

সিকিমে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে প্রবল বন্যা আশঙ্কা। তিস্তা, জলঢাকায় হড়পা বানের সতর্কতা জারি হয়েছে। জল বাড়ছে কালজানি, তোর্সা,করতোয়া সহ অন্যান্য নদীতে। উত্তরবঙ্গের…

Panchayat Election: তিস্তা-জলঢাকায় হড়পা বানের সতর্কতা, ভেসে যাবে পঞ্চায়েত ভোট?

সিকিমে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে প্রবল বন্যা আশঙ্কা। তিস্তা, জলঢাকায় হড়পা বানের সতর্কতা জারি হয়েছে। জল বাড়ছে কালজানি, তোর্সা,করতোয়া সহ অন্যান্য নদীতে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা।

এদিকে নদীগুলির জল বাড়তে থাকায় একাধিক জেলার নদী তীরবর্তী পঞ্চায়েত এলাকা ডুবে যেতে পারে এমনও সম্ভাবনা বাড়ছে।

নদী তীরবর্তী পঞ্চায়েত এলাকা ডুবে গেলে ভোটের কী হবে? এই প্রশ্ন উঠছে। ভুটান ও সিকিম থেকে আসা পাহাড়ি নদীগুলিতে ক্রমাগত জল বাড়ছে। আবহাওয়া বিভাগের সতর্কতা, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে নদীর জল বিপদ সীমা পার করার আশঙ্কা।

Advertisements

আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার গ্রামাঞ্চলে বন্যা আশঙ্কা বাড়ছে। আগামী দু তিনদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

একাধিক জেলায় আগাম বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করার পর সংশ্লিষ্ট অঞ্চলে পঞ্চায়েত ভোট হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে।তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি হয়েছে। জেলাগুলির সেচ বিভাগ নজর রাখছে নদী জলস্তরে।