লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা, তিনটি নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর

শঙ্কর দাস, বালুরঘাট: দীর্ঘদিন ধরে বিনা লাইসেন্সে চলছিল নার্সিংহোম (Nursing Home Sealed)। লাইসেন্স ছাড়াই চুটিয়ে রোগী পরিষেবার নামে চলছিল ব্যবসা। তাও আবার একটি নয়, তিন…

শঙ্কর দাস, বালুরঘাট: দীর্ঘদিন ধরে বিনা লাইসেন্সে চলছিল নার্সিংহোম (Nursing Home Sealed)। লাইসেন্স ছাড়াই চুটিয়ে রোগী পরিষেবার নামে চলছিল ব্যবসা। তাও আবার একটি নয়, তিন তিনটি নার্সিংহোম। গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত এমনই বেআইনি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জেলা স্বাস্থ্য ভবনের। বিষয়টি নজরে আসতেই তিনটি নার্সিংহোমই বন্ধ (Nursing Home Sealed) করে দেওয়া হয়েছে।

নার্সিংহোম তিনটি বহুদিন ধরে বেআইনি ভাবে ব্যবসা করে আসলেও এতদিন স্বাস্থ্য দপ্তর সেগুলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। দঃ দিনাজপুরের মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাসের নেতৃত্বে এই প্রথম বেআইনি নার্সিংহোমের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় স্বাস্থ্য বিভাগ।

   

বেআইনি ভাবে চলা তিনটি নার্সিংহোম সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিকাঠামোহীন ও লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলেও তা নবিকরণ না করিয়েই সেগুলি দেদার চলছিল। বিষয়টি জানা থাকলেও তা ধামচাঁপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে জেলা স্বাস্থ্য ভবনের সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে।

দুয়ারে করজোড়ে ক্ষমা চাইছেন শত্রুঘ্ন সিনহারা! মমতার রোষে আজব কান্ড মালদহতে

দঃ দিনাজপুরে মোট ১৪টি বেসরকারি নার্সিংহোম রয়েছে। নার্সিংহোম গুলির হালহকিকত এবং রোগী পরিষেবা যথাযথ রয়েছে কিনা তা জানতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন। পরিদর্শনে গঙ্গারামপুর মহকুমা অবস্থিত নার্সিংহোম তিনটি নজরে আসে। এরপরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নার্সিংহোম তিনটি সিল করে দিয়েছেন।

মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস জানিয়েছেন যে সম্প্রতি জেলার নার্সিংহোম গুলির পরিকাঠামো যথাযথ রয়েছে কিনা। সেই সঙ্গে রোগীরা ঠিকমতো সেখানে পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হয়। সেই অভিযানে দেখা গিয়েছে গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত তিনটি নার্সিংহোম। যেগুলি লাইসেন্স থাকলেও তার মেয়াদ বহুদিন আগে পেরিয়ে গিয়েছে। তা নবীকরণ না করিয়ে রোগী ভর্তি নিয়ে চিকিৎসা চলছিল। তিনটি নার্সিংহোমে বন্ধ করে দেওয়া হয়েছে। নার্সিংহোম তিনটি হল মাতৃমঙ্গল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রোগ মুক্তি নার্সিংহোম এবং এডিফাইস হেলথ কেয়ার নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

Calcutta High Court: বাসনের আওয়াজ সরিয়ে রাতে শান্তির ঘুম ফেরাল কলকাতা হাইকোর্ট!