দুর্গাপুজোর আগে থেকেই উত্তরবঙ্গ মুখো ভ্রমণপিপাসু যাত্রীদের ভিড় উপচে পড়ছে। উৎসবের ছুটিকে ঘিরে আগে থেকেই এনজেপি, দার্জিলিং, শিলিগুড়ি, ডুয়ার্স কিংবা পাহাড়ি অঞ্চলে যাওয়ার জন্য টিকিট মিলছিল না বললেই চলে। কার্যত হটকেকের মতো বিক্রি হয়ে গিয়েছিল ট্রেনের আসন। কিন্তু তার মধ্যেই দুঃসংবাদ শোনাল ভারতীয় রেল। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে সংস্কারকাজ চলার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে (North Bengal Train), আবার অনেকগুলির যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে পুজোর আগেই ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের পড়তে হচ্ছে বড় সমস্যায়।
রেলের তরফে জানানো হয়েছে, ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে এই বাতিল ও পরিবর্তন কার্যকর হবে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এনজেপি এবং হলদিবাড়ি রুটে চলা লোকাল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনে।
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে:
৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)
৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)
১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস (১৭–২০ আগস্ট)
১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস (১৭–২০ আগস্ট)
৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ (১৯ আগস্ট)
৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ আগস্ট)
৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৩–২০ আগস্ট)
আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩–২০ আগস্ট)
এই ছাড়াও আরও কিছু মেমু, ডিইএমইউ এবং ট্যুরিস্ট ট্রেন আংশিকভাবে প্রভাবিত হবে বলে রেলের পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যে ট্রেনগুলির যাত্রাপথ বদল হয়েছে:
১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস: ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ২০ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
শুধু দীর্ঘ দূরত্বের ট্রেন নয়, বিখ্যাত দার্জিলিং টয় ট্রেনের উপরেও প্রভাব পড়েছে।
৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেন ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে। ফিরতি পথেও যাত্রাপথ শিলিগুড়ি জংশনেই শেষ হবে।
পুজোর আগে টিকিট পাওয়া যেমন দুষ্কর, তেমনই শেষ মুহূর্তে ট্রেন বাতিল হওয়ায় বহু যাত্রী কার্যত বিপাকে পড়েছেন। উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও চিন্তিত। তাঁদের মতে, এনজেপি এবং শিলিগুড়ি রুটে ট্রেন বন্ধ হওয়া মানেই যাত্রী সংখ্যা কমবে, যা সরাসরি প্রভাব ফেলবে হোটেল, হোমস্টে এবং ট্যুরিজম প্যাকেজের বুকিংয়ে।
রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশনে আধুনিকীকরণ এবং ট্র্যাক রিমডেলিং-এর জন্যই এই পদক্ষেপ। এই উন্নয়নমূলক কাজ শেষ হলে স্টেশনের পরিকাঠামো উন্নত হবে, যাত্রী সুরক্ষাও আরও মজবুত হবে। তবে ততদিন ভ্রমণার্থীদের ধৈর্য ধরতে হবে এবং বিকল্প যাতায়াতের ব্যবস্থা খুঁজতে হবে।
দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গ ভ্রমণ অনেকের কাছে রীতিমতো আবেগের বিষয়। কিন্তু ভারতীয় রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের স্বাভাবিকভাবেই অসুবিধা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে যাত্রার আগে ওয়েবসাইট বা হেল্পলাইন থেকে ট্রেনের স্ট্যাটাস দেখে নিতে, যাতে শেষ মুহূর্তে কোনও সমস্যায় পড়তে না হয়।